পরিচালক বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরের কোভিড টেস্ট পজিটিভ হয়েছে। বাড়িতে বাবা এবং অভিনেত্রী দিদি জাহ্নবী কাপুর কোয়ারেন্টাইনে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় জাহ্নবী ছবি পোস্ট করে লিখেছেন,”আবার বছরের সেই সময়”। পোস্টে জাহ্নবীর বোন খুশির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। অভিনেত্রী নিজেকে পুরো সময় জুড়ে কিভাবে ব্যস্ত রেখেছেন তারও একটা ধারনা দেবার চেষ্টা করেছেন। অন্যদিকে সম্পর্কে ভাই অর্জুন কাপুর এবং আনশুলা কাপুর যারা গত মাসের শেষে করোনা আক্রান্ত হয়েছিলেন এখন ভাইরাসমুক্ত। এদিকে সোমবার মহারাষ্ট্রে ৩৩,৪৭০ নতুন করোনাভাইরাস কেস রেকর্ড হয়েছে। যা আগের দিনের তুলনায় ১০,৯১৮ টি কম। এদিনের মোট সংখ্যা ৬৯,৫৩,৫১৪।এর আগে ২০২০ সালে বনি কাপুরের লোখন্ডওয়ালা গ্রীন একর্সের আবাসনে ২৩ 23 বছর বয়সী কাজের লোকের করোনা সংক্রমনের খবর জানিয়ে ছিলেন পরিচালক নিজে। চরণ শাহ নামে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাণী তার দুই মেয়ে জহ্নবী ও খুশিকে নিয়ে ওখানেই থাকেন। বেঁচে থাকাকালীন এই বাড়িতেই অভিনেত্রী শ্রীদেবী তাঁদের সঙ্গে থাকতেন।
Html code here! Replace this with any non empty text and that's it.