আপাতত আরও কিছুদিন হাসপাতালেই থাকবেন লতা মঙ্গেশকর।গত শনিবার রাতে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান সংগীতশিল্পী।জানা যায় করোনার মৃদু উপসর্গ থাকলেও নিউমোনিয়াতেও ভুগছেন লতাজি।বৃহষ্পতিবার শিল্পীর ভাইঝি রচনা শাহ সংবাদমাধ্যমকে জানিয়ছিলেন,আগের থেকে অনেকটাই ভালো আছেন লতা মঙ্গেশকর।সেই কারণে তারা আনন্দিত।তবে শনিবার চিকিৎসকরা জানিয়েছেন, এখনই লতাজিকে ছুটি দেওয়া সম্ভব নয়।এমনকি তাঁকে আইসিইউএর বাইরে রাখার সাহসও দেখাচ্ছেন না তাঁরা।আপাতত কয়েকদিন আইসিইউতে চিকিৎসকদের নজরদারিতে থাকবেন লতা মঙ্গেশকর।নাইটেঙ্গল অফ ইন্ডিয়ার দ্রুত আরোগ্য কানা করছেন তাঁর অগণিত ভক্ত।
Html code here! Replace this with any non empty text and that's it.