ফের বন্ধ প্রেক্ষাগৃহ, ফের ঘরমুখী বিনোদন। ৪ ফেব্রুয়ারি জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘লুপ লপেটা’। ছবিতে অভিনয় করেছেন তাপসী পান্নু আর তাহির রাজ ভাসিন। ছবির ওটিটি রিলিজের খবরে খুশি তাপসী, তাহির দুজনই। ‘লুপ লপেটা’ মুক্তির খবরে খুশি পরিচালক আকাশ ভাটিয়া।
ছবির গল্প কিন্তু বেশ হটকে। গল্পে সমস্যায় পড়া বয়ফ্রেন্ডকে উদ্ধারের জন্য কোমর বেঁধেছে গার্লফ্রেন্ড! ছবি নিয়ে পরিচালক আকাশ বলছেন, তাঁর ‘লুপ লপেটা’ আসলে রোম্যান্স, কমেডি, থ্রিলারের রোলার কোস্টার রাইড! ছবির কাস্টিং থেকে শুরু করে টেকনিক্যাল টিম- সবাই মিলে এই ছবি তৈরিতে জানপ্রাণ দিয়ে দিয়েছেন।
Hey jholer @TahirRajBhasin tu yeh shortcuts ke lapete mein phasna kab band karega?
Can Savi save him this time ? ? pic.twitter.com/QXqS3PmMjM— taapsee pannu (@taapsee) January 8, 2022
‘লুপ লপেটা’ নিয়ে খুশি তাপসীও। তাহির ভাসিন আর আকাশ ভাটিয়ার সঙ্গে কাজ করে সুপার এক্সাইটেড হয়ে আছেন তাপসী। অভিনেত্রীর মতে, ‘লুপ লপেটা’ একেবারে অন্যরকম জোঁনারের ছবি, দর্শকের ছবি ভাল লাগবে বলেই আশাবাদী তাপসী।
ছবিতে তাপসীর চরিত্রের নাম সাভি, সে উদ্ধার করবে তার বয়ফ্রেন্ড সত্যকে। সত্যের চরিত্রে অভিনয় করছেন তাহির রাজ ভাসিন। তাঁর মতে ‘লুপ লপেটা’ আসলে নিউ এজ রোম্যান্স। এমন ছবিতে কোনও দিন কাজ করেননি তিনি। থ্রিলার আর কমেডির মিশেলে লুপ লপেটা দর্শকের কাছে ভিজুয়াল ট্রিট হতে চলেছে বলেই বিশ্বাস তাহির রাজ ভাসিনের।
ছবি নিয়ে গোটা টিমই দারুণ উচ্ছ্বসিত। কমেডি- থ্রিলার- অ্যাকশনের মিশেলে ‘লুপ লপেটা’ দর্শকের কতোটা পছন্দ হল তা জানা যাবে ফ্রেব্রুয়ারির ৪ তারিখেই।