Tuesday, August 5, 2025
Homeবিনোদনচোরের প্রেমে ধনী সুন্দরীর গল্প 'লুকোচুরি'র শুটিং শেষ

চোরের প্রেমে ধনী সুন্দরীর গল্প ‘লুকোচুরি’র শুটিং শেষ

Follow Us :

 বাংলা ছবির ইতিহাসে ১৯৭৫ সালে তৈরি পরিচালক তরুণ মজুমদারের ‘সংসার সীমান্তে’ ছবিতে এক চোরের প্রেম-কাহিনী বাঙালি দর্শক কখনো ভুলতে পারবে না। প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের লেখা এ কাহিনী অবশ্য ভিন্ন শ্রেণীর মানুষের প্রেমের পরিণতি নয়। এবার ‘সোয়েটার’ ছবি খ্যাত নবীন পরিচালক শিলাদিত্য মৌলিকের সদ্য শুটিং শেষ হওয়া নতুন ছবি ‘লুকোচুরি’ তে দেখা যাবে এক চোরের সঙ্গে অবস্থাপন্ন বাড়ির সুন্দরী মেয়ের প্রেম কাহিনী। দর্শকদের অনেকেরই ধারণা শিলাদিত্যর এই নতুন ছবিতেও ভিন্ন স্বাদের ছোঁয়া পাওয়া যাবে। অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়কে বাদ দিলে এক ঝাঁক নতুন মুখ নিয়ে সদ্য শেষ হয়েছে এ ছবির শুটিং। শুরু হয়েছে পোস্ট প্রোডাকশন পর্ব।

এক অবস্থাপন্ন বাড়িতে চুরি করতে এসে বাড়ির মালিকের সুন্দরী কন্যা শিবাঙ্গীর হাতে ধরা পড়ে যায় মিকি। কিন্তু গল্প যত এগোয় ততই দেখা যায় তাঁরা দুজনে প্রেমের বাঁধনে আটকা পড়ে যাচ্ছে। যথাক্রমে এই দুই চরিত্রে অভিনয় করেছেন নবাগত অঙ্গনা রায় এবং রাজদীপ দেব। সমাজের দুই ভিন্ন স্তরের মানুষের প্রেমের পরিণতি কি হয় তার ছবি চিত্রনাট্যে ধরা পরবে। আদৌ কি এই অসম-শ্রেণী প্রেম টিকবে নাকি ভেঙে যাবে! সম্পর্কের এই টানাপোড়েনে এই ছবির মূল উপজীব্য। ভালোবাসার গল্পই একটু অন্য মোড়কে বলতে ভালোবাসেন পরিচালক শিলাদিত্য। নতুন মুখ টেনে নিয়ে কাজ করে শিলাদিত্য যথেষ্ট খুশি। তাঁর ধারণা নতুন প্রজন্মের শিল্পীরা তাদের সেরাটা উজাড় করে দিয়েছে। তাঁর ধারণা তিনি এই সব শিল্পীদের নিয়ে দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারবেন। কার্শিয়াং এর এক ভার্জিন লোকেশনে ছবির শুটিং হয়েছে। যেখানে থাকবে একটি অরিজিনাল নেপালি গান। জানা যাচ্ছে অসম বৃত্তের দুই মানুষের এই প্রেম কাহিনীতে প্রেমিকা শিবাঙ্গীর জন্য চুরিবৃত্তি ছেড়ে দেবেন প্রেমিক মিকি। নায়িকা শিবাঙ্গী অবশ্য তা একেবারেই চাইবেন না। কারণ মিকির চুরিবিদ্যা তে মন-প্রাণ সঁপেছিল সে। তাহলে তো জীবন থেকে থ্রিলটাই মুছে যাবে। তাহলে কি উপায়? এর উত্তর পাওয়া যাবে শিলাদিত্যর এই ছবিতে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39