বলিউডে সম্পর্কের ভাঙ্গা-গড়া নিয়ে সব সময় আলোচনা হয়ে থাকে। অতিসম্প্রতি বয়সী প্রায় ১৫ বছরের ছোট প্রেমিক রহমানের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। গত কয়েকদিন ধরে এবার গুঞ্জন শোনা যাচ্ছে মালাইকা আরোরা অর্জুন কাপুরের সম্পর্কের ব্রেকআপ নিয়ে।অর্জুনও বয়সে অনেকটাই ছোট মালাইকার থেকে। প্রায় সাতদিন মালাইকা নাকি বাড়ি থেকে বেরোন নি। এমনকি সোশ্যাল মিডিয়ায় সর্বদাই যার উপস্থিত সেখানেও তাঁকে দেখা যায়নি। কিছুদিন আগে বর্ষবরণের রাতে একসঙ্গে পার্টি করে এলেন মালাইকা-অর্জুন। ডিসেম্বরে একসঙ্গে ছুটি কাটিয়ে লেন মালদ্বীপের বিলাসবহুল হোটেলে। ভক্তদের মনে প্রশ্ন উঠেছে নতুন বছর পড়তে না পড়তেই কি এমন হলো বলিউড তারকা যুগল বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে! সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তাদের সম্পর্কের ফাটল ক্রমশ নাকি জোরদার হচ্ছে। নিজের পোষ্যকে নিয়েই ‘মুন্নি বদনাম’ খ্যাত গানের অভিনেত্রী বাড়িতে সময় কাটাচ্ছেন। অভিনেত্রীর বাড়ির খুব কাছে অর্জুন কাপুরের দুরসম্পর্কের বোন রিহার বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু সেখানে আশ্চর্যজনকভাবে মালাইকা অনুপস্থিতি ছিলেন। যা তাদের ব্রেকআপের গুঞ্জনকে আরো বেশি উসকে দিয়েছে।কারণ অর্জুনের সমস্ত পারিবারিক অনুষ্ঠানেই মালাইকা আমন্ত্রিত থাকেন। এমনকি মালাইকার বান্ধবীদের সঙ্গে দেদার পার্টি করতেও দেখা যায় অর্জুনকে।
রিহার বাড়ির পার্টিতে তার ব্যতিক্রম হলো। অবশ্য গুঞ্জন বেশি এগোতে দেননি বলিউড অভিনেতা, শুরুতেই জল্পনার অবসান ঘটিয়েছেন অর্জুন নিজে। সোশ্যাল মিডিয়ায় মালাইকাকে জড়িয়ে সাদাকালো একটি মিরর সেলফি পোস্ট করেছেন তিনি। লিখেছেন,’আমাদের মাঝে নেতিবাচক গুঞ্জনের কোন জায়গা নেই। এখন গুজব ছড়ানোর সময় নয়। সকলেই সাবধানে থাকুন। মানুষের জন্য ভালো কিছু ভাবার চেষ্টা করুন। সকলকেই ভালোবাসা।’বিগত কয়েক দিন ধরেই এই দুই অভিনেতা দেখা- সাক্ষাৎ করেন নি। অভিনেত্রীর বাড়িতে পা রাখেননি অর্জুন। অন্যদিকে বাড়ি থেকে বেরোনো অনেকটাই কমিয়ে দিয়েছেন মালাইকা। অর্জুনের পোস্টে অনুরাগীরা যথেষ্ট সন্তুষ্ট। সব জল্পনা উড়িয়ে দিয়ে মালাইকা অর্জুনকে একসঙ্গে রয়েছে অর্জুনের পোস্ট করায এই ছবি তার প্রমাণ।