ওয়েব ডেস্ক: মলাইকা অরোরার জীবনে এসেছেন নতুন পুরুষ? এর আগে বহু জল্পনা থাকলেও সেই জল গড়ায়নি বেশিদিন।কিন্তু এ বার এক নতুন পুরুষের সঙ্গে তাঁর রসায়ন দেখে মুগ্ধ অনুরাগীরা। তবে কে সে, দেখুন…
গত বছর অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মলাইকার। এরপর একাধিক জল্পনা শুরু হলেও সেভাবে সিলমোহর পড়েনি। তবে, বুধবার রাতে এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান দেখতে যান মলাইকা। তাঁর আশেপাশে দেখা গিয়েছিল রকুল প্রীত ও জ্যাকি ভগ্নানীকে। যদিও সেখানে নজর কেড়েছে আরও এক পুরুষ। মলাইকার পাশে থাকতেই দেখা যায় তাঁকে। পরনে ছিল সাদা শার্ট ও ডেনিম প্যান্ট। যুবকের বয়স ৩০-এর ঘরে বলে অনুমান নেটাগরিকের। মলাইকার চোখে চোখ রেখে কথা বলতেও দেখা যায় তাঁকে। তার পরেই নেটাগরিকরা প্রশ্ন তুলেছেন, “কে এই সুপুরুষ?”
আরও পড়ুন: টেকনিশিয়ানদের ৩৩% পারিশ্রমিক বৃদ্ধি, কমছে কাজের সময়
মালাইকার সঙ্গে অচেনা পুরুষকে দেখে অনুরাগীদের একজন লিখেছেন, দিন দিন যেন মালাইকার বয়স কমছে । এই জুটি কিন্তু খুবই রসায়নপূর্ণ। খুবই উষ্ণ লাগছে ওদের একসঙ্গে। তবে অনেকেই আবার অন্য কথা বলেছেন, “একসঙ্গে দেখা গিয়েছে মানেই প্রেমিক হতে হবে, এর কোনও মানে নেই। হতেই পারে মলাইকার পুত্রের বন্ধু ওই পুরুষ।”
দেখুন অন্য খবর:







