Thursday, July 24, 2025
Homeবিনোদনমারা গেলেন থিয়েটারের অন্যতম পথিকৃত রতন থিয়াম!
Ratan Thiyam

মারা গেলেন থিয়েটারের অন্যতম পথিকৃত রতন থিয়াম!

Follow Us :

ওয়েব ডেস্ক: ভারতের প্রখ্যাত নাট্যকার, নাট্য নির্দেশক এবং থিয়েটার(Theatre personaity) জগতের অন্যতম পথিকৃত রতন থিয়াম(Ratan Thiyam) আজ বুধবার ভোররাতে মণিপুরের ইম্ফলে অবস্থিত রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস -এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাত ১টা ৩০ মিনিটে রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে থিয়াম মারা যান।

আরও পড়ুন:অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর মৃত্যু দিবসে মুক্তি পেল তার বায়োপিকের প্রথম ঝলক

রতন থিয়ামের মৃত্যুতে শোকস্তব্ধ মণিপুরসহ সমগ্র ভারতবর্ষের শিল্প-সংস্কৃতি মহল। মণিপুর সরকার ২০২৫ সালে তাঁকে রাজ্যের সর্বোচ্চ সংস্কৃতি সম্মান লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করে সম্মানিত করেছিল।

১৯৪৮ সালের ২০ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে জন্মগ্রহণ করেন রতন থিয়াম। পরে পরিবারসহ তিনি ইম্ফলের হাওবাম দেওয়ান লেন-এ বসবাস শুরু করেন। তাঁর পিতা গুরু থিয়াম তরুণকুমার ছিলেন মণিপুরি শাস্ত্রীয় নৃত্যের এক বিশিষ্ট গুরু এবং মাতা বিলাসিনী দেবী নিজেও ছিলেন নামকরা নৃত্যশিল্পী।

ছেলেবেলা থেকেই শিল্প-সংস্কৃতির পরিবেশে বড় হওয়া রতন থিয়াম ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে নাট্যকলায় স্নাতক হন এবং পরবর্তীতে ভারতের থিয়েটার আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তাঁর কাজ ছিল বহুমাত্রিক—নাট্যরচনা, নির্দেশনা, সঙ্গীত সৃষ্টির পাশাপাশি তিনি ছিলেন আলো ও পোশাক পরিকল্পনায় পারদর্শী, স্থপতি, কবি ও চিত্রশিল্পীও।

১৯৭০-এর দশকে শুরু হওয়া ভারতের “থিয়েটার অব রুটস” আন্দোলনের অন্যতম অগ্রদূত ছিলেন রতন থিয়াম। এই আন্দোলনের মাধ্যমে তিনি প্রাচীন ভারতীয় নাট্যরীতিকে আধুনিক প্রসঙ্গের সঙ্গে মেলাতে শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য নাটক চক্রব্যূহ ও ঋতুসংহারম প্রাচীন ও সমকালীন ভাবনার এক অপূর্ব মেলবন্ধন তুলে ধরে বিশ্বমঞ্চে প্রশংসিত হয়।

তিনি ১৯৮৭ সালে সংগীত নাটক আকাদেমি পুরস্কার এবং ১৯৮৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। পরবর্তীতে তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন এবং সংগীত নাটক আকাদেমি-র উপ-সভাপতির পদ অলঙ্কৃত করেন।

মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং-সহ বহু সামাজিক ও রাজনৈতিক নেতা রতন থিয়ামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, “রতন থিয়াম শুধু একজন নাট্যকার ছিলেন না, তিনি মণিপুরের আত্মার প্রতিধ্বনি ছিলেন। তাঁর কাজ আমাদের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে পরিচিত করেছে।”

মণিপুর বিজেপি-র রাজ্য সভাপতি অধিকারিময়ুম শারদা দেবী বলেন, “তিনি ছিলেন এমন এক কিংবদন্তি যিনি এনএসডি-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা উত্তর-পূর্ব ভারতের একমাত্র শিল্পী।” তিনি আরও জানান, থিয়ামের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

নাগাল্যান্ড বিজেপি নেতা এমমোনলুমো কিকন রতন থিয়ামকে ভারতের “ইউজিন ইয়োনেস্কো” বলে অভিহিত করে বলেন, “তাঁর রেখে যাওয়া থিয়েটারের ঐতিহ্য পূরণ করা প্রায় অসম্ভব।”

শিল্পী, সাহিত্যিক, থিয়েটার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও এই মহীরুহের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। থিয়ামের মৃত্যুতে শুধু মণিপুর নয়, গোটা দেশ হারাল এক অমূল্য সাংস্কৃতিক সম্পদকে।

রতন থিয়াম-এর জীবন ও কর্ম ভারতের নাট্যচর্চাকে যেভাবে সমৃদ্ধ করেছে, তা চিরকাল দেশ ও বিশ্বের মঞ্চে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

সত্তরের দশকে শুরু হওয়া ভারতীয় থিয়েটারে ‘থিয়েটার অব রুটস’ আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন রতন থিয়াম। সমসাময়িক প্রেক্ষাপটে প্রাচীন ভারতীয় থিয়েটারের ঐতিহ্যকে ব্যবহার করে নাটক লিখেছিলেন এবং মঞ্চস্থ করেছেন। সমসাময়িক নাট্যগুরুদের একজন হিসেবে বিবেচিত থিয়াম, ন্যাশানাল স্কুল অব ড্রামার চেয়ারপার্সন ছিলেন। তাছাড়া সংগীত নাটক অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যানও ছিলেন তিনি।

রতন থিয়াম ১৯৭৬ সালে গড়ে তোলেন ‘কোরাস রেপার্টরি থিয়েটার’। এই দলের মঞ্চে উঠে এসেছে মণিপুরের নিজস্ব সংগীত, নৃত্য, মার্শাল আর্ট, লোককাহিনি ও পৌরাণিক বয়ান। তার কাজকে বলা হয় ‘সাইকো-ফিজিক্যাল থিয়েটার’, যেখানে শরীর ও চেতনার গভীর সংযোগ ঘটে। তার নাটকে বারবার উঠে এসেছে—যুদ্ধ, যন্ত্রণা, বিচ্ছিন্নতা।

রতন থিয়ামের উল্লেখযোগ্য প্রযোজনাগুলোর মধ্যে রয়েছে—‘চক্রব্যুহ’, ‘ঋতুসংহার’, ‘উত্তর প্রিয়দর্শী’, ‘আশিবাগি ইশেই’, ‘ইম্ফল ইম্ফল’, ‘কারানাভারাম’ (মহাভারতের কর্ণকে নিয়ে), ‘দ্য কিং অব ডার্ক চেম্বার’(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাজা’ অবলম্বনে) এবং বহুল আলোচিত ‘ম্যাকবেথ’।

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
India-China | ভারত-চীন সম্পর্কের বরফ গলছে? দেখুন স্পেশাল রিপোর্ট
03:02:41
Video thumbnail
Donald Trump | বারাক ওবামা নিয়ে এ কি বলে দিলেন ট্রাম্প? এই ভিডিও দেখলে আপনিও বলবেন...
02:51:51
Video thumbnail
Mallikarjun Kharge | মোদি কি ট্রাম্পের চাকর? এ কি বলে দিলেন খাড়গে? দেখুন এই ভিডিও
02:31:41
Video thumbnail
Narendra Modi | ২ দিনের ব্রিটেন সফরে নরেন্দ্র মোদি, কী কী চুক্তি হতে পারে? দেখুন এই ভিডিও
01:56:35
Video thumbnail
Fake Voter | ফেক ভোটার নিয়ে বি/স্ফো/রক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী জবাব দেবে বিজেপি?
04:49:06
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:01:00
Video thumbnail
Politics | বাংলা-বাঙালির অপমান রাজ্যে বিজেপির ম/র/ণবাণ
04:49
Video thumbnail
Politics | বাসিন্দা ফালাকাটার NRC পেলেন আবার!
04:33
Video thumbnail
Politics | বাতিল ৫২ লাখ ভোটার ভোট দিয়েছিল যারা আগেরবার
05:46
Video thumbnail
Politics | শাস্তি পেয়েছিল যারা বিজেপিতে ফিরছে তারা
03:35

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39