বাংলা ছবির পরিসর বাড়ানো নিয়ে বহুদিন ধরেই আলাপ আলোচনা চলছে। বাংলা ছবি প্রাদেশিক ছবি হওয়ার কারনে তার ব্যবসার পরিধিও সীমিত। এর উপর জাতীয় স্তরের ছবির সঙ্গে হল পাওয়া নিয়ে পাঞ্জা লড়তে হয়।
বহুছবি ভালো চললেও হলে সঠিক শ্যো না পাওয়ার কারনে ছবির ব্যবসা ভালো করেনি। কিছুদিন আগেও দেখা গেছে টনিক ছবিটি ভালো চললেও হল পায়নি সঠিক ভাবে। সেই নিয়ে বার বার পরিচালক প্রযোজক ও অভিনেতারা বহু আবেদন করতেন, তবে কাজ সেভাবে হতো না। এবার এক অভিনব উদ্যোগে একযোগে সারা দিয়েছে বাংলা সিনেমার নামকরা ব্যক্তিত্বরা।
বাংলায় সমস্ত সিনেমা হলে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল বাংলা পক্ষ, চিঠিতে সই রয়েছে তারকাদের।
বাংলার মাটিতেই বঞ্চিত হয় বাংলা সিনেমা, বারবার অভিযোগ ওঠে সিনেমা হল পাচ্ছে না বাংলা সিনেমা। তাই বাংলার সমস্ত সিনেমা হলে প্রাইম টাইম সহ কমপক্ষে ৫০% স্লটে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক করার দাবিতে মাননীয়া মুখ্যমন্ত্রীকে চিঠি দিল বাংলা পক্ষ। বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি সংগঠনের তরফে এই দাবি জানিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। সেই চিঠিতে সমর্থন জানিয়ে সই করেছেন বাংলার স্বনামধন্য অভিনেতা, প্রযোজক ও পরিচালকগণ। যাদের মধ্যে রয়েছেন পরিচালক গৌতম ঘোষ, প্রযোজক অভিনেতা দেব, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল, পরাণ বন্দোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ।
বিভিন্ন সময়ে স্যোশাল মিডিয়ার মাধ্যমেই বাংলা ছবিতে হল দেবার আবেদন জানিয়েছেন এই সকল অভিনেতা পরিচালক প্রযোজকরা।
এই ব্যবস্থায় বাংলা ছবি লাভের আশা দেখবে বলেই আশা করেন পরিচালক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। অরিন্দম শীল ও এই বিষয়ে একমত। তাই তাঁরা একত্রিত হয়েছেন একত্রিত হয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন।