দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ এখন বলিউডে বেশ নামজাদা অভিনেতা। সম্প্রতি প্রকাশ রাজের ১১তম বিবাহ বার্ষিকীতে তিনি আবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসলেন। গত মঙ্গলবার তার প্রাক্তন স্ত্রী পনি বর্মার সঙ্গে ছিল তার ১১তম বিবাহবার্ষিকী। দীর্ঘদিনের সহধর্মিনীকেই আবার তিনি বিয়ে করলেন। কিন্তু কেন আবার নতুন করে তাঁকেই বিয়ে করতে বিয়ের পিঁড়িতে বসলেন? অভিনেতা জানিয়েছেন ছেলে বেদান্তের আবদারেই এমনটা করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি ছবি পোস্ট করে লিখেছেন,’ছেলে বেদান্ত বাবা মায়ের বিয়ের সাক্ষী হতে চেয়েছিল। তাই ১১ তম বিবাহ বার্ষিকীটি আরো সুন্দর মুহূর্তে ভরিয়ে দিলাম’। ২০১০ সালে ২৪ গস্ট শনিবার মাকে বিয়ে করেছিলেন অভিনেতা প্রকাশ রাজ। এর আগে ১৯৯৪ সালে ললিতা কুমারীকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। ২০০৯ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
খুব স্বাভাবিক কারণেই তাকে নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে দেখে আবার অন্য রকম সন্দেহ করছিল তার অনুরাগী ভক্তরা। নেটিজেনরা অনেকে ব্যঙ্গ করে বলছেন যে সেই ভুল ভাঙ্গাতেই কি প্রকাশ রাজ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি খোলসা করার জন্য পোস্ট করলেন…! অনেকে আবার হাসির ছলে বলছেন,’ এ তো নতুন বোতলে পুরনো মদ’।