ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা মেহমুদের বোন মিনু মমতাজ। বয়স হয়েছিল ৮০ বছর, কয়েকদিন আগে ক্যানসার ধরা পড়েছিল তাঁর। চিকিৎসাও চলছিল। তবে শেষরক্ষা হল না, শনিবার প্রয়াত হলেন তিনি। কানাডার টরেন্টোর অধিবাসী ছিলেন মিনু মমতাজ। সেখানেই প্রয়াত হন তিনি।
আরও পড়ুন : ব্রডওয়েতে আদিত্য চোপড়ার ডেবিউ
বিখ্যাত কমেডিয়ান মেহমুদের বোন মিনু মমতাজের আসল নাম ছিল মালিকুন্নিসা। বলিউডে কাজ করার আগে তাঁর নতুন নাম দেন মীনা কুমারী। তাঁর নাম হয় মিনু মমতাজ। বেশ কিছু হিন্দি ছবিতে কাজ করেছিলেন মিনু। তার মধ্যে উল্লেখযোগ্য ‘কাগজ কা ফুল’, ‘ব্ল্যাক ক্যাট’, ‘সিআইডি’, ‘হাওড়া ব্রিজ’।
মিনুর মৃত্যুর খবরে শোকাহত তাঁর পরিবারের সদস্যরা। পিসির মৃত্যুর খবর শেয়ার করে মেহমুদের ভাইপো নৌসাদ জানিয়েছেন, আশি বছরের ওপর বয়স হয়েছিল মিনু মুমতাজের। কাজেই ক্যানসার আক্রান্ত হওয়ার পর বিশেষ কিছু চিকিৎসা করা যায়নি তাঁর। মিনু এক অসামান্য মানুষ ছিলেন ,জীবনে মিনু মমতাজের মতো সুন্দর মানুষের সঙ্গে বড় একটা পরিচয় হয়নি নৌসাদের।
আরও পড়ুন : রাজ-ডিকের ওয়েব সিরিজে চুহা-বিল্লি কা খেল