ওয়েব ডেস্ক: বহুদিন ধরেই চর্চায় ছিল মাইকেল জ্যাকসনের বায়োপিক(Michael Jackson Biopic) ‘মাইকেল’ (‘Michael’) কবে মুক্তি পাবে! সারা পৃথিবীর দর্শকদের কাছে প্রতীক্ষিত এই বায়োপিক(Biopic)। অবশেষে মুক্তির দিন ঘোষণা করা হলো। সাধারণ মানুষ এই মার্কিন পপ সম্রাটের(Pop King) বায়োপিক বড়পর্দায় দেখতে পাবেন।
আরও পড়ুন:প্রয়াত ব্ল্যাক স্যাবাথ ব্যান্ডের গায়ক অজি অসবোর্ন
ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তারকা হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে এই বায়োপিকে। সারা বিশ্বে মাইকেল জ্যাকসান কিভাবে তারকা হয়ে উঠলেন সেটাই তুলে ধরা হবে এই বায়োপিকে। ছবিটির শুটিং ২০২৪ সালে হয়ে গিয়েছিল তবে পরবর্তীকালে শুটিংয়ের অনেকটা অংশ ফেলে দেওয়া হয় আবার নতুন ভাবে শুটিং করা হয়। আগে ঠিক করা হয়েছিল যে ছবিটি দুটি ভাগে মুক্তি দেওয়া হবে। এখন অবশ্য সিদ্ধান্ত পরিবর্তন করে একটি ভাগেই মুক্তি দেবার কথা ভাবা হয়েছে।
জানা যাচ্ছে আগামী বছর ২৪ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। প্রথমে ঠিক ছিল এই বছর অক্টোবরে মুক্তি পাবে কিন্তু নির্মাতারা পিছিয়ে দিয়েছেন বায়োপিক মুক্তির তারিখ। এটি পরিচালনা করেছেন অ্যান্টইন ফুকুয়া(Directed by Antoine Fuqua)। চিত্রনাট্য লিখেছেন জন লোগান। ছবিতে মুখ্য ভূমিকায় অর্থাৎ মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করবেন জাফর জ্যাকসন(Jaafar Jackson)। জাফর সম্পর্কে মাইকেলের ভাইপো(late singer’s real-life nephew)। ছবিটি প্রযোজনা করছেন গ্রাহাম কিং(Produced by Graham King)। প্রসঙ্গত, গ্রাহাম অস্কারজয়ী(Oscar) ‘দ্য ডিপার্টেড'(The Departed) ছবিটি প্রযোজনা করেছিলেন।
দেখুন অন্য খবর: