বর্তমান যুগে বিয়ে, তাও আবার সয়োম্বর করে, এই কথা কেউ বিশ্বাস করতেই চাইবেনা তবে এমনই ঘটনা ঘটতে চলেছে গায়ক মিকা সিংহর সঙ্গে। সয়োম্বর সভা করে মিকা বিয়ে করবে তাও আবার জাতীয় স্তরের একটি টেলিভিশনে।
এই ধরনের সয়োম্বর সভার অনুষ্ঠান এর আগেও হয়ে গেছে। ভারতীয় দর্শক এই ধরনের অনুষ্ঠান প্রথম দেখেছিলেন রাখী সাওয়ান্ত এর সয়োম্বর। তবে সে বিয়ে টেকেনি। পরবর্তি সময়ে রাহুল মহাজন এই রকম সয়োম্বর সভা করে বিয়ে করেছিলেন বাঙালি মেয়ে ডিগ্রি গঙ্গোপাধ্যায়কে। তবে সেই সম্পর্ক এখন অতীত। মল্লিক সেরাওয়াত ও রতন রাজ পুতকেও একই অনুষ্ঠানে দেখেছে দর্শক। তবে এরা পরবর্তী সময়ে বিয়ে করেন নি ।
তবে বলিউডের অন্দরের খবর, আগামী মাসের প্রথম থেকেই সুরু হয়ে যাবে এই সয়োম্বর সভা। ভারত বর্ষের প্রত্যেক প্রান্ত থেকে আসবে কন্যা। এদের থেকেই নিজের জীবন সঙ্গী বেছে নেবে গায়ক। তবে জানা যাচ্ছে তিনিবিয়ে করবেন না কেবল এনগেজমেন্ট বা রোকা করে রাখবেন, তার পর তিনি সম্পর্কে থাকবেন।
মিকির ফ্যানদের একটাই খুশি যে গায়ক বিয়ের কথা ভেবেছেন। এবার এতোদিন সুন্দরবনের মধ্যে কাকে বেছে নেন তিনি সেই অপেক্ষায় রয়েছেন ফ্যানরা। অনেকেই আবার বলছেন রাখী সাওয়ান্ত নাকি এই অনুষ্ঠানে অংশ নেবেন। টেলিভিশনে ঝড় উঠতে চলেছে আন্দাজ করি যাচ্ছে।