‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা ব্রহ্মস্বরূপ মিশ্রের পচাগলা মরদেহ উদ্ধার করেছে আজ পুলিশ। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। গত ২৯ নভেম্বর ব্রম্মস্বরূপ চিকিৎসকের কাছে গিয়েছিলেন বুকের ব্যথার চিকিৎসা করতে। চিকিৎসক তাকে সুযোগ গ্যাসের ওষুধ দিয়ে ছেড়ে দেন। ময়না তদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে অভিনেতার মৃতদেহ। ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ এবং কোন সময় মৃত্যু হয়েছে। ব্রহ্মস্বরূপের জন্ম হয়েছিল ভোপালে। ২০১৩ সালে ‘চোর চোর সুপার চোর’ ছবিতে প্রথম তিনি অভিনয় করেন। ‘দঙ্গল’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘সুপার থার্টি’,’কেসরি’ ‘মানঝি’র মত জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছিলেন। ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে ললিত চরিত্রে অভিনয় করে ব্রহ্মস্বরূপ অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন। রুপোলি পর্দার বাইরেও মঞ্চে ব্রম্মস্বরূপ কাজ করেছেন।
Html code here! Replace this with any non empty text and that's it.