Sunday, August 3, 2025
Homeবিনোদনকরিনা,অমৃতার পর আক্রান্ত আরোও

করিনা,অমৃতার পর আক্রান্ত আরোও

Follow Us :

 বলিউডে ওমিক্রন এর আতঙ্কের মাঝেই বান্ধবীদের সঙ্গে চুটিয়ে পার্টি করতে গিয়ে করিনা কাপুর খান কোভিড আক্রান্ত হয়েছেন। শুধু করিনা নয় কিছুদিন আগে আর একটি পার্টিতে করিনার সঙ্গে উপস্থিত ছিলেন তার বান্ধবী অমৃতা অরোরা। আক্রান্ত হয়েছেন তিনিও। ইতিমধ্যেই সিল করা হয়েছে করিনার বাড়ি। তিনি একাধিক পার্টিতে অংশগ্রহণ করেছেন বলে সন্দেহ। কিন্তু সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে চাইছেন না বলে অভিযোগ। এবার জানা যাচ্ছে করোনার কবলে নাকি পড়েছেন করিনা  ঘনিষ্ঠ মাহিপ কাপুর ও সীমা খানও। মাহিপ পেশায় জুয়েলারি ডিজাইনার এবং অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী। অন্যদিকে সোহেল খান পত্নী সীমা খান একজন ফ্যাশন ডিজাইনার। বিএমসির তরফে জানানো হয়েছে সীমা খান প্রথম কোভিড আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি না জেনেই মুম্বইতে করণ জোহরের পার্টিতে হাজির হন। গত ৮ ডিসেম্বর ঐ পার্টিতে গিয়ে আক্রান্ত হন করিনা- অমৃতা। অন্যদিকে মাহিপের স্বামী সঞ্জয় কাপুর তার স্ত্রীর কোভিড পজিটিভ রিপোর্ট নিশ্চিত করে বলেছেন তাঁর হালকা উপসর্গ রয়েছে। প্রসঙ্গত,করন জোহরের ওই পার্টিতে উপস্থিত ছিলেন মালাইকা আরোরা, আলিয়া ভাট, অর্জুন কাপুররাও। এরা প্রত্যেকেই এর আগে কোভিড আক্রান্ত হয়েছেন। নাকি একাধিক পার্টিতে অংশগ্রহণ করেছেন। এই অভিযোগ আগেই এনেছে বৃহন্নুম্বই পুরসভা (বিএমসি)। তাদের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে যে করিনা এ ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছেন না। ইতিমধ্যেই বিএমসি সাইফ-কারিনার বাড়ি সিল করে দিয়েছে। আজ মঙ্গলবার করিনার বাড়িতে স্যানিটাইজেশন এর কাজ চলছে। গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় কারিনা নিজে একটি বিবৃতি পোস্ট করেন যেখানে নবাব ঘরনী পজিটিভ হওয়ার খবর জানিয়ে তার সংস্পর্শে সকলকে টেস্ট করানোর আবেদন জানান। তিনি আরো লেখেন, ‘কোভিদ পজিটিভ জানা মাত্রই আমি নিজেকে আইসোলেট করে নিয়েছি এবং সব রকম বিধি নিয়ম মেনে চলছি। আমার পরিবার এবং স্টাফেদের সকলের করোনা ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া রয়েছে। তাদের কোনো উপসর্গ নেই। ভগবানের দয়ায় আমি ভালো আছি আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব’। সাইফ-কারিনার দুই ছেলে তৈমুর ও জেহ করিনার সঙ্গে বাড়িতে রয়েছে। করিনার বাবা রনধীর কাপুর তাদেরকে নিজের কাছে নিয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু কারিনা বলেছেন দুই ছেলে তাঁর বাড়িতেই থাকবে।

মঙ্গলবার করণ জোহর,করিনার বাড়িতে স্যানিটাইজেশন এর কাজ চলছে
RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39