একটি আন্তর্জাতিক ওয়েব প্ল্যাটফর্মের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য ক্রাউন’ এর শুটিং সেট থেকে প্রায় দেড় কোটি টাকার অ্যান্টিক প্রপস চুরি হয়েছে। চলচ্চিত্রবিষয়ক একটি ম্যাগাজিন এ খবর প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ৩৫০ রকমের অ্যান্টিক প্রপস ছিল ওই শুটিংয়ে সেটে। ড্রেসিং টেবিল,রূপো ও সোনার ক্যান্ডেল এবং অন্যান্য অ্যান্টিকস ছিল। যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়ার মেট্রোপলিটন পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক ওয়েব প্ল্যাটফর্মের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা নিশ্চিত যে ওই অ্যান্টিক জিনিসগুলো চুরি হয়েছে। আশা করছি এগুলি খুব শীঘ্রই অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া যাবে। যদিও এই জন্য আমরা শুটিং বন্ধ রাখিনি। শুটিং যথারীতি চালিয়ে যাচ্ছি’।
Html code here! Replace this with any non empty text and that's it.