মুম্বই : অভিনেত্রী মৌনী রায়ের (Mouni Roy) নতুন ইনিংস। মায়ানগরীতে রেস্তরাঁ খুললেন বঙ্গকন্যা। ভারতীয় সুস্বাদু খানার টান, আকর্ষণীয় সাজসজ্জাই এই রেস্তরাঁর মূল আকর্ষণ হতে চলেছে। বিশেষ ডিশ হিসেবে থাকছে মৌনীর পছন্দের সব খাবার। ছোটপর্দা থেকে বড়পর্দার নায়িকা। এখন ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের দায়িত্ব পালন করেন। এর মধ্যেই আরেক কাজ করে ফেললেন মৌনী রায় (Mouni Roy)। একটু ‘বদমাশ’ হলেন তিনি।
কেরিয়ারের ভাল সময়ে রয়েছেন মৌনী। তাঁর শেষ ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra) বক্স অফিসে সাফল্য পেয়েছিল। অন্যদিকে, ব্যক্তিগত জীবনেও সুখী রয়েছেন তিনি। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক সূর্য নাম্বিয়ার (Suraj Nambia)-র সঙ্গে বিয়ে সেরেছেন মৌনী। আর এবার শুরু তাঁর নতুন ইনিংস।
এই রেস্তোরাঁ সম্পর্কে কথা বলতে গিয়ে মৌনী বলেন, বদমাশার উদ্যোগের কথা বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি প্রচন্ড উৎসাহী। এই রেস্তোরাঁ, ভারতীয় খাবারের প্রতি আমার ভালবাসাকে তুলে ধরবে।