এই মুহূর্তে মুম্বই এর ডাবিং স্টুডিওতে সৃজিত মুখোপাধ্যায় ব্যস্ত তাঁর টিম ইলেভেন কে নিয়ে ডাবিংএ। কয়েক দিন আগেই সৃজিত নিজেই জানান, তাপসী কে নিয়ে ‘সাবাস মিতু’র শ্যুটিংয়ের কাজ শুরু করেছেন।
অভিনেত্রী মমতাজ সরকার তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করছেন ‘সাবাস মিতু’তে, মমতাজ এই ছবিতে মহিলা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করছেন। রবিবার সকালেই মুমতাজ পৌঁছে গেছেন মুম্বইতে। তাঁর অংশের ডাবিং করতে। রবিবার রাত থেকেই শুরু হবে মুমতাজের ডাবিং।
এমনিতেই মমতাজ খেলাধূলা পছন্দ করেন, ছোট থেকেই বক্সিং এর প্রশিক্ষণ নিয়েছিলেন, সেই সুবাদে কয়েক বছর আগে ‘শালা খাড়ুস’ নামে একটি হিন্দি ছবিতে তাঁকে একজন বক্সারের চরিত্রে দেখা যায়।
তবে ক্রিকেট তিনি কোনদিন খেলেননি, সেই কারণেই কঠিন প্রশিক্ষণের মধ্যেই রেখেছিলেন নিজেকে। এখন দর্শক অপেক্ষায় থাকলো মুমতাজকে ঝুলনের চরিত্রে দেখার জন্য।