বেশ কয়েক বছর ধরেই বিগনেস শিবান এর সঙ্গে প্রেম করছিলেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তারপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তারা খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। যদিও এ ব্যাপারে দুজনের কেউই তখন মুখ খোলেননি। অবশ্য সমস্ত রকম জল্পনার অবসান ঘটিয়ে গত ৯ জুন নয়নতারা বিগনেস বিয়ে করেছেন। সূত্রের খবর তারপর চলতি মাসে তাঁরা স্পেনে ছুটি কাটাতে গিয়েছিলেন।এর আগে ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং করার সময় প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর ২০২১ সালে বাগদান সারেন এই তারকা জুটি। ২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে নয়নতারার। এরপর তিনি বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা সম্প্রতি চেন্নাই এর একটি হাসপাতালে নাকি ভর্তি হয়েছিলেন। কিন্তু কেন! একটি সূত্র জানিয়েছে যে স্বামীর হাতে রান্না করা খাবার খেয়ে নয়নতারা অসুস্থ হয়ে পড়েন। এই খাবার খাওয়ার পর থেকে তার বমি শুরু হয়। তারপরেই তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। বেশি কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তাকে অবশ্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে অবশ্য আর একটি প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী নয়নতারাকে ত্বকের সংক্রমনের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও এ বিষয়ে দু’জনের কারোর পক্ষ থেকেই কোনরকম আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।। প্রসঙ্গত, নয়নতারাকে সর্বশেষ ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ ছবিতে দেখা গেছে। অন্যদিকে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবিতে অভিনয় করছেন তিনি।
Html code here! Replace this with any non empty text and that's it.