দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে নীনা গুপ্তার আত্মজীবনী ‘সচ কহু তো’। সেই বইয়ের প্রচারে এখন রীতিমতো ব্যস্ত রয়েছেন নীনা। আত্মজীবনীর প্রতিটি পাতায় রয়েছে নীনার জীবনের নানান অজানা কাহিনি। এই বইয়েরই একটি কপি গুলজারকে উপহার দিতে তাঁর বাড়ি ‘বসরা’তে গিয়েছিলেন নীনা। গুলজারের সঙ্গে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
অভিনেত্রীর পরনে ছিল আকাশি রঙের ফ্লোরাল প্রিন্টেড শার্ট, আর শর্টস। আর অস্কারজয়ী গীতিকার গুলজার সাহাবের পরনে ছিল চিরাচরিত সাদা কুর্তা পাজামা। ছবির ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন,ভালো লাগার সঙ্গে তাঁর নার্ভাসও লাগছে, বইটা পড়ে গুলজারের কেমন লাগবে তা ভেবে।ছবিটি প্রকাশ্যে আসতেই প্রশংসার পাশাপাশি শুরু হয়েছে অভিনেত্রীকে নিয়ে জোরদার ট্রোলিং।গুলজারের মতো ব্যক্তিত্বের সামনে নীনা গুপ্তা কীভাবে এমন পোশাক পরতে পারেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনের একাংশ। যদিও সমালোচনার মুখে পড়ে কোনো মন্তব্য করেননি নীনা।