বিগ বাজেটের ছবি ‘আদিপুরুষ’ এর আগের পোস্টারে রামের গায়ে ছিল না কোন পৈতে। শুধু তাই নয় এমনকি সীতার সিঁথিতেও ছিল না সিঁদুর। যা নিয়ে তৈরি হয়েছিল যথেষ্ট বিতর্ক। সমালোচনার স্রোতে ভেসে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। হিন্দু ভাবাবেগে আঘাত করার ফলেই নাকি তৈরি হয়েছিল এই বিতর্ক। হিন্দু পুরাণ রামায়ণের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে
‘আদি পুরুষ’ ছবিটি। এবার মোশন পোস্টার এর শুরুতেই দেখা যাচ্ছে ‘রাম’ এর চরিত্রের প্রভাসকে। তারপরেই চোখে অশ্রু নিয়ে জানকীর বেশে ধরা দিলেন ছবির নায়িকা কৃতি শ্যানন। পরনে তার বেইজ রংয়ের শাড়ি মাথা থেকে জড়ানো গেরুয়া রংয়ের দোপাট্টা। কপালে টিপ এবং সিঁথিতে সিঁদুর। সীতার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। ‘আদিপুরুষ’ এর এই নতুন পোস্টার সামনে এসেছে।ওম রাও পরিচালিত ‘আদিপুরুষ’ ছবির মোশন পোস্টার আজ শনিবার মুক্তি পেয়েছে। মোশন পোস্টটি শেয়ার করে অভিনেত্রী কৃতি অর্থাৎ সীতা ক্যাপশনে লিখেছেন,’সীতা রামচরিত অতি পাবন’।
অনেকেই লিখেছেন, ‘এখনও পর্যন্ত আপনার সেরা পোস্টার’। এমন লোকে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে এর আগে দেখা যায়নি। আগামী ১৩ জুন মুক্তি পাবে ‘আদিপুরুষ’ ছবিটি। যদিও তা দেশে নয় বিদেশে।প্রসঙ্গত, ‘আদি পুরুষ’ ছবিটি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক ওম জানিয়েছিলেন,”ছবিটি শুধু চলচ্চিত্র নয় এটি একটি আবেগ একটি অনুভূতি। এটি আমাদের দৃষ্টিভঙ্গি যা ভারতের চেতনার সঙ্গে অনুরণিত হয়।
‘আদিপুরুষ’ ছবিটিতে প্রভাস, কৃতি শ্যানন ছাড়াও অভিনয় করেছেন সইফ আলি খান, অভিষেক বচ্চন,সানি সিং সহ অন্যান্য তারকারাও।