নতুন করে কোভিড সংক্রমণ হওয়ার কারণে বেশ কিছু বাংলা ও হিন্দি ছবির মুক্তি অনিশ্চয়তার মধ্যে ছিল। তবে রবিবার রাজ্য সরকারের তরফে কিছু বিধিনিষেধ রাখা হলেও সিনেমা হল খোলা রাখার কথাই ঘোষণা করা হল। প্রতিটি সিনেমা হল যেমন সিঙ্গেল প্লেক্স বা মাল্টি প্লেক্সে ৫০ শতাংশ দর্শকদের নিয়ে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে। তবে সিনেমা হল মালিকদের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে যেন মাস্ক ছাড়া দর্শকদের প্রবেশ নিষেধ রাখা হয়।
নতুন বছরে বেশকিছু বাংলা ছবির মুক্তির কথা ছিল , যেমন ধর্মযুদ্ধ, স্বস্তিক সংকেত, বাবা বেবিও, হিন্দি ছবি পৃথ্বিরাজসহ বেশ কিছু ছবি।
দর্শক সংখ্যা কম হলে বক্স অফিস এ তার প্রভাব পড়বেই, তাই এখন দেখার বিষয় কোন কোন ছবি দর্শকদের জন্য মুক্তি পায়।