ছোট পর্দায় বাংলা ধারাবাহিকে টিআরপির প্রতিযোগিতা চলতে থাকে।জনপ্রিয়তা ধরে রাখতে নানা ধরণের গল্প নিয়ে আসেন চ্যানেল। এমনই এক নতুন ধারাবাহিক দেখা যাচ্ছে ছোট পর্দায়। নাম ‘গৌরী এলো’। নানা রহস্যেময় ঘটনা ঘটবে এই ধারাবাহিকে।
ভরপুর কাহিনি নিয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গৌরী এল’। গল্পে গৌরীর চরিত্রে দেখা যাবে রেয়ালিটি অনুষ্ঠান থেকে উঠে আসা মোহনা মাইতি। এই সুযোগ পেয়ে খুব খুশি অভিনেত্রী। তিনি জানালেন, ‘এই প্রথম সুযোগ পেয়েছেন, দর্শকদের ভালোবাসা ও আশীর্বাদ চাই’
ধারাবাহিকের গল্প শুরু হয়েছে এইভাবে, ‘আর পাঁচটা মেয়েদের থেকে একটু আলাদা গৌরী। চঞ্চল স্বভাবের গৌরী রোজ দাদুর সঙ্গে মন্দিরে যায়। তার গলার শ্যামা সঙ্গীত মন ছুঁয়ে যায় সকলের। গ্রামের সবাই তাকে এক ডাকে চেনে। অন্য়দিকে মুখোপাধ্যায় বাড়ির ছেলে ঈশান। মুখোপাধ্যায় বাড়ি পরিচিত তাদের পারিবারিক গ্রহ-রত্নের ব্যবসার জন্য। আর তাদের বাড়িতেই প্রতিষ্ঠিত ঘোমটাকালির মন্দির।
জনশ্রুতি আছে যেদিন মা পার্বতী এবং মহাদেবের অংশের মিলন হবে সেদিন মায়ের মুখের ঘোমটা সরে যাবে। ঘটনাক্রমে একদিন কাছাকাছি আসে ঈশান এবং গৌরী । আর তারা কাছে আসতেই ঘটে এক অলৌকিক ঘটনা। ঈশান এবং গৌরী কাছাকাছি আসতেই সরে যায় মায়ের ঘোমটা। তবে কি তারাই পার্বতী এবং মহাদেবের অংশ, এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। এবার সেই উত্তর মিলবে এই ধারাবাহিকেই। এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ ও ভাস্বর চট্টোপাধ্যায়কে।