টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নিয়া শর্মা কে বলা হয় বলিউডের বিকিনি ক্ল্যাড। অতিরিক্ত খোলামেলা পোশাক জানো নিয়ার ফ্যাশন স্টেটমেন্ট। এশিয়ার ৫০ জন সেক্সি মহিলার মধ্যে দ্বিতীয় স্থানে নিজের জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। খোলামেলা পোশাক পরার জন্য তাকে বারবার ট্রোলের মুখে পড়তে হয়। সমালোচকদের চোখ রাঙ্গানি কে তিনি আদৌ পাত্তা দেন না। বরঞ্চ আরো বেশি সাহসী পোশাকে তিনি নেটদুনিয়ায় ঝড় তোলেন। নিয়া শর্মা কে নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে। আবার শিরোনামে উঠে এসেছেন নিয়া শর্মা। কয়েকদিন আগে মা উষা শর্মার জন্মদিন সেলিব্রেট করতে গোয়া পাড়ি জমিয়েছিলেন নিয়া। সেখানেই এই হট অবতারে ধরা দেন তিনি। সেখানেও হল্টার নেক ব্রালেটে নিয়ার লাস্যময়ী ফিগার কাঁপিয়েছে সোশ্যাল মিডিয়া।
তার এই অগ্র পোশাকের জন্য অশ্লীল মন্তব্য মুখোমুখি হতে হয়েছে বহুবার নিয়াকে,এমনকি ধর্ষণের হুমকি ও পেয়েছেন তিনি। বলিউডের নাগিন খ্যাত অভিনেত্রী নিয়া শর্মা সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। প্রতিটি ছবিতেই ভরা যৌবনের ছোঁয়া।