মুম্বই : গদর ২(Gadar 2) নিয়ে পরিচালক অনিল শর্মার(Anil Sharma) গলায় আত্মবিশ্বাসের সুর।শাহরুখের(Shahrukh Khan) নতুন ছবি জওয়ান(Jawan)-এর মুক্তি পিছিয়ে যাওয়ার পর থেকেই রীতিমতো তোলপাড় বলিউড(Bollywood)।বদলে গিয়েছে একাধিক ছবি মুক্তির দিনক্ষণ।যদিও নির্দিষ্ট দিনেই সিনেমাহলে আসছে গদর ২।এমনটাই জানাচ্ছেন ছবির পরিচালক অনিল শর্মা।২০০১সালের ব্লকবাস্টার হিট ফিল্ম গদর(Gadar)-এর পরবর্তী পর্ব হতে চলেছে গদর ২।দীর্ঘদিন পর ছবিতে ফের দেখা যাবে তারা সিং ও শাকিনার(Tara Singh & Shakina) জুটিকে।যে চরিত্রে ছবিতে অভিনয় করছেন সানি দেওল এবং আমিশা প্যাটেল(Sunny Deol & Ameesha Patel)।তারা ও শাকিনার ছেলে জিতের ভূমিকায় দেখা যাবে উৎকর্ষ শর্মাকে(Utkarsh Sharma)। স্বাধীনতা দিবসের(Independence Day) আগেই ১১ অগস্ট সিনেমাহলে মুক্তির দিন ঘোষণা করেছিলেন নির্মাতারা।সদ্যই পরিচালক অনিল শর্মা জানিয়েছেন,গদর ২ এমন একটি ছবি যার সঙ্গে বহু মানুষের ইমোশন জড়িয়ে রয়েছে।দীর্ঘদিন ধরেই সকলে ছবি দেখার অপেক্ষায় দিন গুণছেন,আর দর্শকদের অপেক্ষায় রাখতে নারাজ পরিচালক।তাই পূর্ব নির্ধারিত দিনেই সিনেমাহলে মুক্তি পাবে ছবি।
বর্তমানে ছবির পোস্ট প্রোডাকশন নিয়েই ব্যস্ত রয়েছেন তাঁরা।১১ অগস্ট অন্য যে ছবিই মুক্তি পাক গদর ২ যে বক্সঅফিসে দারুণ সাফল্য পাবে সেই নিয়ে নিশ্চিত ছবির পরিচালক।প্রসঙ্গত,ওই ১১ অগস্টই বড়পর্দায় মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগার ছবি অ্যানিম্যাল।এবার রণবীরের অ্যানিম্যাল-কে সামলে বক্সঅফিসে কেমন ব্যবসা করে গদর ২ এখন সেটাই দেখার।