দেবদাসের চন্দ্রমুখীর সাজে সাজলেন বলিউডের ড্যান্সার ডিভা নোরা ফতেহি।সদ্যই ভারতীয় চলচ্চিত্রের ১০০বছর উপলক্ষে বিশেষ পর্বের আয়োজন করেছিল ড্যান্স রিয়েলিটি শো ড্যান্স দিওয়ানে সিজন ৩।অনুষ্ঠানের অন্যতম জাজের ভূমিকায় নিয়মিতই দেখা যায় এই তোলপাড় ফেলে দেওয়া ডান্সিং সুপারস্টারকে।সদ্যই রিয়েলিটি শোয়ের বিশেষ পর্বে ‘দেবদাস’ ছবির ‘ডোলা রে ডোলা’ গানের সঙ্গে নাচলেন নোরা ফতেহি।রিয়েলিটি শোয়ের মঞ্চে মরোক্কান বেলি ডান্সারই হয়ে উঠলেন চিৎপুরের তবায়েফ চন্দ্রমুখী।শ্যুটিং শেষে ক্যামেরার সামনে এসে দিব্যি ধরাও দিলেন নোরা।
কিন্তু দেবদাসের ‘পারো’ না হয়ে কেন ‘চন্দ্রমুখী’ হয়ে উঠলেন নোরা ফতেহি? মাধুরী দীক্ষিতের প্রতি নোরার ভালোবাসা নতুন কিছু না।বারবারই তিনি বলেছেন মাধুরী দীক্ষিতের বড় ফ্যান তিনি।ভবিষ্যতে কখনও মাধুরী দীক্ষিতের বায়োপিক হলে সেই ছবিতে অভিনয় করারও ইচ্ছেপ্রকাশও করেছিলেন নোরা।রিয়েলিটি শোয়ের মঞ্চে এই পারফর্মেন্স মাধুরী দীক্ষিতকে সম্মান জানাতেই।এমনটাই জানিয়েছেন নোরা ফতেহি। খোলামেলা পোশাক হোক, বা এথনিক চন্দ্রমুখী লুক,সব সাজেই যে নোরা ফতেহি দিব্যি মানিয়ে যান তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।