কলকাতা: বহু প্রতীক্ষিত ছবি ‘রক্তবীজ ২'(Raktabeej 2 )-এর পর্দায় গান নিয়ে আসছেন অভিনেত্রী ও সাংসদ সদস্য নুসরত জাহান(Nussrat Jahan)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়(Siboprasad Mukhopadhya and Nandita Roy) পরিচালিত এই বিগ বাজেট ছবিতে যে নুসরতকে দেখা যাবে, তা নিয়ে গুঞ্জন চলছিল অনেকদিন থেকেই। এবার ছবির আইটেম সং(Item song)-এ একটি সাহসী ও বিস্ফোরক অবতারে ধরা দিলেন তিনি, যা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন:সুইমিং পুলে শরীর জুবিয়ে, লাস্যময়ী দিশাকে দেখে কুপোকাত নেটপাড়া
‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেয়ো না’— এই গানেই নুসরতকে দেখা যাচ্ছে গাঢ় সবুজ পোশাকে, যা তাঁর ভক্তদের মনে দোলা দিয়েছে। গানের দৃশ্যে তিনি যেন আক্ষরিক অর্থেই বারুদ। বিস্ফোরকের ড্রামের ভেতর থেকে বেরিয়ে এসে তাঁর প্রতিটি পদক্ষেপ যেন এক নতুন বার্তা দেয়। গানের কথা লিখেছেন জিনিয়া সেন, সুর দিয়েছেন শিলাজিৎ মজুমদার(Shilajit Mazumdar))শ্রেষ্ঠা দাস(Shrestha Das এবং প্লে ব্যাক করেছেন শ্রেষ্ঠা দাস(Shrestha Das)। গানের দৃশ্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে এটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং ছবির মূল গল্পের সঙ্গে এর বিশেষ গুরুত্ব রয়েছে। গানের মাঝেই অ্যাকশন দৃশ্যে ধরা দেন মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)।
এই আইটেম গানে হট লুকে ফের উষ্ণতার পারদ চড়ালেন নুসরত জাহান। কখন সাইকেলে তো কখন বিড়ি হাতে দিলেন চমক। উইন্ডোজ প্রোডাকশন হাউজের পক্ষ থেকে এই গান প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। গানটির ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘দেশের সীমান্ত হোক কিংবা নারী-পুরুষের শরীর, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না! ‘রক্তবীজ ২’ আসছে বড় পর্দায় এই দুর্গা পুজোয়।’
‘রক্তবীজ ২’ -এ কী থাকছে?
২০২৩ সালের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল ‘রক্তবীজ’। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়(Victor Bannerjee), আবীর চট্টোপাধ্যায়(Abir Chattopadhya) এবং মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। এবারও সেই ধারা বজায় রেখে নতুন চরিত্রে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা(Ankush Hazrz) এবং কৌশানী মুখোপাধ্যায়(Kaushani Mukhopadhya)। ট্রেলারে অঙ্কুশকে দেখা যায় একজন শীতল খলনায়কের ভূমিকায়, যার একটাই মূল মন্ত্র, “মানুষের থেকে মকসদ বড়!”
‘রক্তবীজ’-এর প্রথম অংশে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের(Victor Bandapadhya) চরিত্রটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি হয়েছিল বলে অনেকে মনে করেন। এবারও অনুরাগীদের মনে প্রশ্ন, ছবির মূল গল্পে কী থাকছে? শোনা যায়, প্রণব মুখোপাধ্যায় তার স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের(Pranab Mukhopadhya and his wife Suvra Mukhopadhya) পৈতৃক ভিটা দেখতে বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে গিয়েছিলেন। সেখানে হেলিকপ্টারে করে তার পৌঁছানো থেকে শুরু করে জামাই আদর পর্যন্ত সবটাই এক বিশাল আয়োজনের অংশ ছিল। এই ঘটনাবলিই কি ছবির মূল উপজীব্য হবে, সেই প্রশ্ন এখন দর্শকদের মনে।
গুরুত্বপূর্ণ চরিত্রে অন্যান্য তারকারা
এই ছবিতে ভিক্টর, আবির এবং মিমির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘ব্যান্ডিট কুইন'(Bandit Queen) খ্যাত সীমা বিশ্বাস(Seema Biswas)। টিজারে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করছেন। কলকাতার শুটিং তিনি ইতিমধ্যেই শেষ করে এসেছেন। ‘রক্তবীজ’-এর মতো এবারও মিমিকে দেখা যাবে দাপুটে পুলিশ কর্মকর্তা সংযুক্তার চরিত্রে। অন্যদিকে, আবীর ফিরছেন কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা পুলিশ অফিসার পঙ্কজের ভূমিকায়। ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলা এই ছবি দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
দেখুন অন্য খবর: