অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী অভিনেতা ওম সাহানি।বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ড্যান্স বাংলা ড্যান্সের মেন্টরের দায়িত্বে পালনে।প্রতিযোগীরা কিভাবে নাচের মুভমেন্ট করবে,কোন নাচটি করবেন,কিভাবে প্রেজেন্ট করবে নিজেকে ,অপরগ্রুপের সদস্যদের সঙ্গে কিভাবে টক্কর দেবে,এই সমস্ত কিছু দেখার দায়িত্বে রয়েছেন ওম।এখন চলছে গুরুপূর্ণিমা স্পেশাল এপিসোডের জোর কদমের প্রস্তুতি।স্পেশাল এপিসোডে দেখা যাবে গুরুর সঙ্গে প্রতিযোগীদের নাচের পারফর্মেন্স।এছাড়াও পরিস্হিতি কিছুটা স্বাভাবিক হলে নাচের উপর বেশ কিছু পরিকল্পনা রয়েছে অভিনেতার।মুক্তির অপেক্ষায় রয়েছে অভিমুন্য মুখোপাধ্যায়ের ছবি লকডাউন।তিনটি আলাদা আলাদা গল্প নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি।প্রথমটিতে রয়েছেন ওম এবং মানালি দে।জীবনের নানান চাওয়া – পাওয়া চাহিদা নিয়েই তৈরি হয়েছে এই ছবি।ছবিতে ওম অভিনীত চরিত্রটির নাম কৌশিক।কৌশিকের জীবনে ভালোবাসা-বিচ্ছেদ সব কিছুই ফুটে উঠবে লকডাউনে।অপর দুটি গল্পে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও রাজনন্দিনী পাল এবং আদ্রিত রায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।নাচের পাশাশাপাশি ওমের হাতে এখন রয়েছে বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজের কাজ ও।
Html code here! Replace this with any non empty text and that's it.