অ্যাকশন স্টার অবতারে পর্দায় ফিরছেন অভিনেতা আদিত্য রয় কাপুর।একসময় ‘আশিকি ২’ এর মতো মিউজিক্যাল হিট ফিল্ম দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। তারপর আরও বেশ কিছু বিগবাজেট ছবিতে অভিনয় করলেও আর সেইভাবে নজর কাড়তে পারেননি অভিনেতা।তবে এবার একেবারে অন্যরকম লুকে এবং চরিত্রে পর্দায় ধরা দিতে চলেছেন আদিত্য।মুক্তি পেল তাঁর আগামী ছবি ‘ওম-দ্য ব্যাটেল উইদিন’-এর মারকাটারি টিজার।টিজারেই মারমুখী মেজাজে নজর কাড়লেন ছবির মুখ্য চরিত্র ‘ওম’ ওরফে আদিত্য রয় কাপুর।তাঁর সঙ্গে ছবিতে জুটি বেঁধেছেন সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র নায়িকা সঞ্জনা সাঙঘি।ছবিটি পরিচালনা করেছেন কপিল ভার্মা।পর্দায় আদিত্য রয় কাপুরের অ্যাকশন দেখতে আরও বেশ কিছুদিন দর্শকদের অপেক্ষা করতে হবে।কারণ,আগামী ১জুলাই বড়পর্দায় মুক্তি পাবে ‘ওম-দ্য ব্যাটেল উইদিন’।
Html code here! Replace this with any non empty text and that's it.