ওয়েব ডেস্ক: রাজধানী দিল্লির রাজপথে(Delhi streets) আর দেখা যাবে না পথকুকুর। তাদেরকে সরিয়ে দেওয়া হবে কোন আশ্রয় কেন্দ্রে। করতে হবে নির্বীজকরণ। এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট(Supreme Court’s stray dog order)। এই কাজের সঙ্গে কোন আপোস করা যাবে না। কোন সংগঠন এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।
কিছুদিন ধরে পাথর কুকুরের কামড়ের ফলে জলাতঙ্কে আতঙ্ক হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। যা নিয়ে সুপ্রিম কোর্ট যথেষ্ট উদ্ভিদ প্রকাশ করেছে। সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে রাজধানীর নয়াদিল্লি, দিল্লি পুরসভা এবং নয়াদিল্লি পৌরসভার প্রশাসনকে দ্রুত সমস্ত এলাকা থেকে বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরানোর কাজ শুরু করতে হবে।
সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে সমস্ত মহলে নিন্দার ঝড় উঠেছে। বিনোদন দুনিয়া গর্জে উঠেছে। বলিউড থেকে শুরু করে টলিউডের অভিনেতারা এই খবর চাউল হতেই সরব হয়ে উঠেছেন। পশুপ্রেমী জাহ্নবী কাপুর থেকে শুরু করে বরুণ ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় উগ্র দিয়েছেন ক্ষোভ। দুজনেই লিখেছেন, ‘কেউ ওদের বলে ভয়ের কারণ অথচ আমরা যারা ভালবাসি তাদের কাছে ওরা আমাদের হৃদস্পন্দন’। শীর্ষ আদালতের নির্দেশে দিল্লি রাজপথ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে যেখানে তারা স্বাধীনভাবে বিচরণ করতে পারবে না। দিনের আলো দেখতে পাবে না। থাকবে না তাদের পাশে ভালোবাসার মানুষগুলো। শিল্পীরা তাদের প্রতি আরো বেশি সংবেদনশীল হওয়ার আবেদন জানিয়েছেন। সরব হয়েছেন পশু অধিকার রক্ষাকারী অভিনেতা জন আব্রাহাম। তিনি বলেছেন,’… অনেক মানুষের থেকে ওরা ভালোবাসা পায় ওদের ও নিজের মতো করে বেঁচে থাকার অধিকার রয়েছে’।
দেখুন অন্য খবর: