লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২২।সেরা ছবির পুরস্কার জিতে নিল সিয়ান হেডর পরিচালিত ছবি ‘কোডা’।ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এমিলা জোনস্,ট্রয় কটসুর,ছাড়াও আরও অনেক আন্তর্জাতিক অভিনেতা।সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘মেন ইন ব্ল্যাক’ খ্যাত তারকা অভিনেতা উইল স্মিথ।‘কিং রিচার্ড’ ছবির জন্য পুরস্কৃত হয়েছেন তিনি।‘দ্য আই অফ টেমি ফে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন মার্কিন অভিনেত্রী জেসিকা চেস্টিন।অস্কারের মঞ্চে সেরা ছবি ‘কোডা’-তে অভিনয় করে সেরা সহ অভিনেতার শিরোপা পেয়েছেন ট্রয় কটসুর।‘ওয়েস্ট সাইড স্টোরি’ ছবির জন্য সেরা অভিনেত্রী আরিয়ানা ডিবোস।‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’ ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন জেনে ক্যাম্পপিয়ন।
সেরা বিদেশি ভাষার ছবির সম্মান পেয়েছে জাপানি ছবি ‘ড্রাইভ মাই কার’।সেরা তথ্যচিত্র পুরস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছিল সুস্মিত ঘোষ ও রিন্টু থমাসের তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’।তবে শেষ পর্যন্ত অস্কার অধরাই থেকে গেল এই ভারতীয় তথ্যচিত্রের।এবছর সেরা তথ্যচিত্রের পুরস্কার পেল আহমির থমসন পরিচালিত আমেরিকান তথ্যচিত্র ‘সামার অফ সোল’। ২০২১এর করোনা আবহে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান মোটেও জমকালো ভাবে পালিত হয় নি।
তবে সেই অভাব মিটিয়ে দিয়েছে চলতি বছরের অনুষ্ঠান।লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের মঞ্চে রাশিয়া-ইউক্রেনের ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খোলেন বহু আন্তর্জাতিক তারকা।প্রসঙ্গত উঠে আসে আফগানিস্থানের কথাও।পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলার কিংবদন্তী ছবি ‘দ্য গড ফাদার’-এর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মান জানানো হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে।