Tuesday, August 12, 2025
Homeবিনোদনপরীমনি অন্তঃসত্ত্বা, নেটদুনিয়ায় ছবি

পরীমনি অন্তঃসত্ত্বা, নেটদুনিয়ায় ছবি

Follow Us :

অন্তঃসত্বা হবার পর থেকেই বাংলাদেশের বিতর্কিত চিত্র নায়িকা পরীমনি সতর্ক জীবনযাপন করছেন। গত জানুয়ারি মাসের ১০ তারিখ নাগাদ জানা গিয়েছিল অভিনেত্রী মা হতে চলেছেন। সমস্ত রকম শুটিং থেকে তিনি এই মুহূর্তে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। মাতৃত্বকালীন অবস্থায় তিনি কোন ঝুঁকি নিতে চান না। প্রসঙ্গত পরিমনির প্রিয়জন বলতে দুজন। একজন তার স্বামী শরিফুল রাজ এবং অন্যজন নানা শামসুল হক। এই মুহূর্তে বাংলাদেশের কক্সবাজারে ঈদের ছুটি কাটাচ্ছেন পরীমনি। সোশ্যাল মিডিয়ায় সেখান থেকেই বিভিন্ন সময় তিনি নানা রকম ছবি পোস্ট করেন। ৫ মে রাতে পরীমনি সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন তাতে পরিমনির অন্তঃসত্ত্বার চমৎকার ফুটে উঠেছে। অর্থাৎ তার বেবি বাম্পের ছবি। এটি ছিল তার আরেকটি চমক। নায়িকার পরনে ছিল সবুজ রঙের গাউন। ঠোটে হালকা লিপস্টিক। চোখে চশমা। মাহাত বেবি বাম্প এর নিচে আলতো করে রাখা চিবুক ছুঁয়েছে তর্জনী। ছবিতে পরিমনির মাতৃত্বের স্বর্গীয় অনুভবে প্রকাশ ঘটেছে। মুখে ছিল বহু পরিচিত সেই হাসি। তার ভক্তরাও এই ছবিকে অত্যন্ত সদর্থক ভাবে নিয়েছিলেন। মা এবং শিশুর সুস্বাস্থ্য কামনা করে অনেকের শুভেচ্ছা জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular