মুম্বই: সদ্যই পরিণতি পেয়েছে রাঘব-পরিণীতির (Raghav-Parineeti) দীর্ঘ প্রেমের সম্পর্ক। বহু জল্পনার পর পরিবারের আশীর্বাদ নিয়েই ১৩মে বাগদান পর্ব সেরেছেন আপ সাংসদ রাঘব চড্ডা (Raghav Chadha) ও বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেত্রী (Actress) পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। এবার শুরু বিয়ের তোরজোড়। এর মধ্যেই এই যুগলকে পাড়ি দিতে দেখা গেল রাজস্থানে। তবে কী দিদি প্রিয়াঙ্কা চোপড়ার পথেই হাঁটবেন পররিণীতিও? জানা গিয়েছে, বিয়ের ভেন্যু ঠিক করতে ইতিমধ্যেই রাজস্থানে পৌঁছে গিয়েছেন রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়া।
জানা গিয়েছে, শনিবার পরিবারের সঙ্গে উদয়পুরে পৌঁছেছেন পরিণীতি। সেখানেই হোটেল লীলা প্যালেসে রয়েছেন অভিনেত্রী। লাঞ্চ সেরে আবার হোটেলে ফিরে আসেন রাঘবের বাগদত্তা। উদয়পুরে রাঘব-পরিকে একসঙ্গে দেখে অনুমান বিয়ের বন্দোবস্তের জন্যই এসেছেন। রাজস্থানে পৌঁছে পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টরে শিখা সাক্সেনার সঙ্গে দেখা করেন পরিণীতি। কথোপকথনও সেরে ফেলেছেন ইতিমধ্যে। ওখানের ট্যুরিস্ট স্পট, ভালো হোটেল কী রয়েছে সেই বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। জানা যাচ্ছে, উদয়পুর বা যোধপুরেই বিয়ের ভ্যেনু চূড়ান্ত করবেন এই তারকা কাপল। বোঝাই যাচ্ছে বিয়ের ফুল ফুটতে আর খুব বেশি দিন বাকি নেই।
আরও পড়ুন:Salman Khan | Ranbir Kapoor | Aamir Khan | সলমনের বদলি রণবীর
ট্যুরিজিম ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর শিখা সাক্সেনা জানিয়েছেন, ‘আমি বিমানবন্দরে পরিণীতির সঙ্গে দেখা করেছি। ২০ মিনিট মতো আমাদের কথা হয়েছে। বিয়ে প্রসঙ্গে সরাসরি কথা বলেননি, তবে যে ধরণের কথা বলছিলেন তাতে মনে হয়েছে বিয়ের ভেন্যু নিয়েই ভাবছেন বলে মনে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘উদয়পুরের আবহাওয়া নিয়েও অনেক কথা হয়েছে। বর্ষা চলে গিয়ে শীত কবে থেকে শুরু হয় এই সব বিষয়গুলো জানতে চেয়েছেন। ওনার মাথায় সম্ভবত সেপ্টেম্বরে বিয়ের প্ল্যানিং রয়েছে। তবে আমি বলেছি এখানে কিন্তু, সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই বর্ষার মরশুম শুরু হয়ে যায়।’
উল্লেখ্য, চলতি মাসেই বাগদান সেরেছেন পরিণীতি এবং রাঘব। দিল্লির কপুরথল্লা হাউজে তাঁদের বাগদানের অনুষ্ঠান হয়। তাঁরা অনেক পুরনো বন্ধু। বিদেশে পড়তে গিয়ে তাঁদের আলাপ। তারপর বন্ধু। এরপর অভিনেত্রীর একটি ছবি, ‘চমকিলা’র সেট থেকে তাঁদের প্রেম পর্ব শুরু হয়। অবশেষে সেটা সামাজিক স্বীকৃতি পেতে চলেছে এই বছর। চলতি বছরের নভেম্বর মাসের মধ্যেই হয়তো বিয়ের পিঁড়িতে বসবেন পরিণীতি এবং রাঘব। বর্তমানে উদয়বিলাস হোটেলে রয়েছেন এই তারকা জুটি। এছাড়াও কিয়ারা-সিদ্ধার্থ থেকে শুরু করে ক্যাটরিনা-ভিকি কৌশল, সকলের জন্যই বি-টাউনের অন্যতম ডেস্টিনেশন হল মরুরাজ্য। দিদি প্রিয়াঙ্কা চোপড়াকেও বিয়ে সারতে দেখা গিয়েছিল রাজস্থানে। হলিউড পপ তারকা নিক জোনাসের সঙ্গে ২০১৮তে গাটঁছড়া বাঁধেন প্রিয়াঙ্কা।