বলিউড ইন্ডাস্ট্রিতে ১০বছর পূর্ণ করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।গতবছর গার্ল অন দ্য ট্রেন,সাইনা এবং সন্দীপ অউর পিঙ্কি ফারার-এর মতো ছবিতে অভিনয় করলেও সেইভাবে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন পিগি চোপসের খুড়তুতো বোন।কবীর সিং খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরের ছবি অ্যানিম্যাল-এ রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছেন পরিণীতি।ছবিতে দেখা যাবে অনিল কাপুর এবং ববি দেওলকেও।ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং।সদ্যই একটি ইন্টারভিউতে শ্যুটিংয়ের গল্প বলেছেন ইশকজাদে-র নায়িকা।রণবীর,অনিল এবং ববির সঙ্গে শ্যুটিং করতে গিয়ে তিনি নাকি রীতিমতো নার্ভাস হয়ে গিয়েছিলেন পরিণীতি।তবে মূহুর্তেই নিজেকে সামলে নিয়েছিলেন তিনি।
এমন একটি ছবিতে কাজের সুযোগ দেওয়ার জন্য পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে ধন্যবাদ দিচ্ছেন নায়িকা।চলতি বছরেই মুক্তি পাবে অ্যানিম্যাল।ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন পরিণীতি।