কলকাতা: ‘ভূতের ভবিষ্যৎ খ্যাত'(Bhooter Bhabishyat) পরিচালক অনিক দত্তের(Aneek Dutta) ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের(Satyajit Ray) ভূমিকায় অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন জিতু কমল(Jeetu Kamal)। অপরাজিত ছবিটি মূলত সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী'(Pather Panchali) চলচ্চিত্র নির্মাণের নেপথ্য কাহিনী এবং তার জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি হয়েছিল।
আরও পড়ুন:‘পুষ্পা’র ভঁওয়র সিংহ এবার স্পেনের ট্যাক্সিচালক!
এরপর সাংবাদে প্রকাশ যে একই পরিচালকের পরিচালনায় পতৌদির ওপর বায়োপিকে(Biopic Of Pataudi) দেখা যাবে জিতু কমলকে। প্রসঙ্গত, সত্যজিৎ পরিবারের(Satyajit Family) সঙ্গে ক্রিকেট খেলার নাকি নিবিড় সম্পর্ক আছে। রায় পরিবারের অত্যন্ত ভালোবাসার জায়গায় রয়েছে ক্রিকেট খেলা। ক্রিকেট রায় পরিবারের সংস্কৃতির একটি অংশ ছিল। সত্যজিৎ এর পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পাঁচ ভাই ছিলেন ক্রিকেট ভক্ত। সত্যজিৎ রায় নিজেও ছিলেন ক্রিকেট ভক্ত। বিভিন্ন সময় তারকাদের সঙ্গে ক্রিকেটের মাঠে তাকে ব্যাট হাতে নামতে দেখা গেছে। তার বিভিন্ন ছবিতেও ক্রিকেট প্রসঙ্গ উঠে এসেছে।
অভিনেত্রী শর্মিলার ঠাকুরের(Sharmila Tagore) স্বামী তথা প্রাক্তন ক্রিকেট অধিনায়ক নবাব পতৌদিকে(Nawab Pataudi) নিয়ে মানুষ এখনো যথেষ্ট আগ্রহী। এই শহরেই পতৌদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শর্মিলা ঠাকুরের সঙ্গে। অভিনেতা জিতুর মুখেই শোনা গিয়েছিল সইফ আলী খানের বাবা কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান অর্থাৎ পতৌদির বায়োপিক তৈরির ভাবনায় ছিলেন অনীক দত্ত। আর সেখানে মূল চরিত্রে ভাবা হয়েছিল তার কথা। মনসুর আলি খান পাতৌদি(Mansur Ali Khan Pataudi) ছিলেন দেশের কনিষ্ঠতম ক্যাপ্টেন। তার একটি চোখে দৃষ্টিশক্তি কমজোরি হয়ে যাওয়ার পরেও তিনি ক্রিকেট ছাড়েননি। তার পারফরমেন্স সারা পৃথিবীতে চমকে দিয়েছিল।
কিন্তু পতৌদির বায়োপিকের কাজ কতটা এগিয়েছে তা এখনও পরিষ্কার নয়! আদৌ কী জিতুকে সামনে রেখে পতৌদির বায়োপিক তৈরীর কোন ভাবনা পরিচালক অনেক দত্তর আছে! ফোনে তিনি জানালেন না না! এমন কিছু আমি জানি না। একবার সংবাদপত্রে প্রকাশিত পাতৌদির একটি ছবি দেখিয়ে জিতুকে আমি বলেছিলাম যে দেখো তোমার সঙ্গে খুব মিলে! জিতু আমাকে বলেছিল তাহলে ‘পতৌদির বায়োপিকটা’ এবার শুরু করে দাও! হালকা ছলে এটুকুই হয়েছিল! যা থেকে হয়তো এই জল্পনার সৃষ্টি।
‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক কিছুটা আক্ষেপের সুরে জানালেন যে আমি আর টলিউডের কোন কাজ করতে চাই না! যদিও এই মুহূর্তে তিনি তার একটি ছবির কাজের পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত আছেন। এই ছবির প্রধান চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে।
অনেকের বিশ্বাস জিতুকে নিয়ে তলে তলে এই বায়োপিক তৈরির কাজ ধীর গতিতে এগোচ্ছে। যদিও তা এখনো প্রকাশ্যে আনাটা হয়তো সমীচীন নয় বলে মনে করছেন পরিচালক এবং নির্মাতারা।
দেখুন অন্য খবর: