দীর্ঘ প্রায় সাড়ে চার বছর ধরে সাফল্যের সঙ্গে ‘করুণাময়ী রানী রাসমণি’র সিরিয়াল চলছে। রানিমা অর্থাৎ দিতিপ্রিয়া রায় ও মথুরবাবু ওরফে গৌরব চ্যাট্টোপাধ্যায় বিদায় নেওয়ার পরও রামকৃষ্ণ, সারদামণি এবং রাণিমার উত্তরাধিকারদের নিয়ে গল্প বেশ ভালোই এগিয়েছে। কিন্তু এবার মনে করা হচ্ছে শেষের ঘন্টা বেজে গিয়েছে। ‘করুণাময়ী রানি রাসমণি’র নতুন কোনও টাইম স্লট জানানো হয়নি। তাই দর্শকের আশঙ্কা এবার বন্ধই হয়ে যাবে ধারাবাহিক।
প্রসঙ্গত, নতুন ধারাবাহিকের আগমনে পরপর দুবার ‘করুণাময়ী রানী রাসমণি’র উপর কোপ বসানো হয়েছে। টেলিভিশনে সন্ধ্যা ৬.৩০টার প্রাইম স্লটে ভালই টিআরপি দিচ্ছিল এই ঐতিহাসিক প্রেক্ষাপটের ধারাবাহিক। তবে রাণিমার মৃত্যুর পর ধারাবাহিকের টিআরপি ধীরে ধীরে কমতে থাকে। যদিও মাঝে অবশ্য টিআরপির উত্থান হয়েছিল। তবুও নতুন ধারাবাহিক ‘পিলু’ এসে রাসমণিকে পাঠিয়ে দেয় সন্ধ্যা ৬.০০টার স্লটে।
এবার নতুন ধারাবাহিক লক্ষ্মীর ভান্ডার নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা অপরাজিতা আঢ্য।এই গল্পের সঙ্গে ঘরে বাইরে কাজ করে নিজের গৃহস্থ সামলেছেন এমন মহিলারা মিল খুঁজে পাবেন বলেই মনে করছে নেটিজেনরাও।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন এই ধারাবাহিক। নতুন এই ধারাবাহিক নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে । তবে টলি পাড়ায় গুঞ্জন রানী রাসমণিকে নতুন সময় দেওয়া হয়নি তাই দর্শকদের মনে আশঙ্কা রানী রাসমণি কি শেষ হতে চলেছে, সেই স্লটেই দেখা মিলবে লক্ষ্মীর ভান্ডার ধারাবাহিকের অপরাজিতাকে। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পর্যন্ত অপেক্ষা। এর পরই জানা যাবে কী হতে চলেছে করুনাময়ী রানী রাসমণি’র ভবিষ্যৎ।