করণ জোহরের প্রযোজনায় ফের কাজ করতে চলেছেন বিজয় দেবরাকোণ্ডা।বক্সঅফিসে ডাঁহা ব্যর্থ পুরী জগন্নাথ পরিচালিত ছবি লাইগার।প্যান ইন্ডিয়ান এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন করণ জোহর।মুখ্যভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে।দেখা গিয়েছে মাইক টাইসনকেও।এই প্রথমবার বলিউড ছবিতে কাজ করছেন অর্জুন রেড্ডি খ্যাত বিজয় দেবরাকোন্ডা।তাই ছবির বক্সঅফিস সাফল্যে নিয়ে নিয়ে দারুণ আশাবাদী ছিলেন করণ জোহর।কিন্তু মুক্তির পর দেখা যায় মোটেও ভাল ব্যবসা করেনি ছবি।এরপরই গুজব শোনা গিয়েছে লাইগার-এর ব্যর্থতার কারণে বিজয়ের উপর বেজায় চটেছেন করণ।যদিও সেই জল্পনায় ইতিমধ্যেই ইতি ঘটেছে।কারণ,বিজয় ও করণের সম্পর্কের অবনতির বিষয়টা গুজব ছাড়া আর কিছুই নয়।দুজনের মধ্যে দিব্যি সুসম্পর্ক রয়েছে,শুধু তাই নয় দক্ষিণী অভিনেতাকে নিয়ে নতুন ছবির পরিকল্পনাও করছেন ধর্মার কর্ণধার।
আরও পড়ুন –Ranbir-Alia Diwali Celebration : রণলিয়ার দিওয়ালি সেলিব্রেশন
বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন বিজয় দেবরাকোন্ডা। পুরী জগন্নাথের পরিচালনায় নতুন ছবি জন গণ মন-এর শ্যুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন তিনি।ছবিতে বিজয়ের নায়িকা হতে চলেছেন পূজা হেগড়ে।কয়েকদিনের মধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে।পাশাপাশি দক্ষিণী পরিচালক শিবা নির্বানার নতুন ছবির কাজও রয়েছে পাইপলাইনে।এখনও নাম ঠিক না হলেও ছবিতে বিজয়ের বিপরীতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে।জানা যাচ্ছে,শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেই নতুন ছবি নিয়ে করণ জোহরের সঙ্গে পরিকল্পনা সারবেন দক্ষিণী অভিনেতা।তাঁদের নতুন ছবির বাজেট লাইগার-এর থেকেও বেশি হতে চলেছে বলেই খবর।
আরও পড়ুন – Diwali Release : দিওয়ালির বক্সঅফিস লড়াই