Friday, August 29, 2025
HomeScroll'লজ্জা ২'-এর ট্রেলার প্রকাশ্যে

‘লজ্জা ২’-এর ট্রেলার প্রকাশ্যে

কলকাতা: ক্ষমতাসীন পুরুষদের মহিলাদের প্রতি আচরণ বদলে যায়। তখন চেনা মানুষও অচেনা হয়ে যায়। তোর দ্বারা কিছু হবে না’- আপাত ভাবে সামান্য ভাবা। দীর্ঘদিন ধরে মৌখিক নিগ্রহও যে একটা মানুষকে ভিতর থেকে মানসিক ভাবে শেষ করে দিতে পারে। মানুষটা হীনমন্যতায় ভুগতে থাকে। আর সেই গল্প উঠে এসেছিল ‘লজ্জা’ সিরিজের। এক কঠিন লড়াইয়ের শুরু মধ্যে দিয়ে সিরিজের শেষ হয়েছিল। মনে করা হচ্ছে আর সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় সিজন। প্রথম সিজনে পর্দায় প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) অভিনয় প্রসংশা কুড়িয়ে ছিল। অবশেষে প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার। পাশাপাপাশি নির্মাতাদের পক্ষ থেকে সিরিজ মুক্তির দিনক্ষণও প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি হইচইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় যে ‘লজ্জা ২’  (Lojja-2 Trailer Out) আসছে।

আরও পড়ুন: সাদামাটা পোশাকে গ্ল্যাম নোরা

পয়লা বৈশাখের সময়। ১১ এপ্রিল বহুল প্রতীক্ষিত ‘লজ্জা’ -এর নতুন সিজন ‘লজ্জা ২’ আসছে ওটিটির পর্দায়। প্রথম সিজিনে দেখানো হয়েছিল মানুষ কথার দিয়ে অন্য মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। ‘লজ্জা ২’ তে দেখানো হবে মৌখিক নির্যাতন নয় মানুষের কিছু কিছু কাজও আর একটা মানুষকে ক্ষত-বিক্ষত করতে পারে। তবে ট্রেলারেই দেখা যায় যে এত কিছুর পরও ‘জয়া’ ঘুরে দাঁড়ায়। এবার সে আরও কঠিন। তবে প্রশ্ন তবু থেকেই যায়, কঠিন এই পথে বাকি লড়াইটা কীভাবে একা এগিয়ে নিয়ে যাবে সে? তা জানতে হলে অপেক্ষা করতে হবে সিরিজ মুক্তির।

অন্য খবর দেখুন

Read More

Latest News