বেআইনিভাবে পর্ন ছবি বানানোর দায়ে গ্রেফতার হয়েছেন শিল্পা শেট্টির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা। রাজ গ্রেফতার হওয়ার পর অনেকেই তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। বলিউডের অনেক নতুন মুখকেই পর্ন ছবিতে কাজের অফার দিয়েছিলেন রাজ, শোনা যাচ্ছে এমনই অভিযোগ। সদ্যই রাজের বিপক্ষে মুখ খুললেন ইউটিউবার পুনিত কৌর। পুনিতকেও পর্ন ছবিতে কাজ করার অফার দিয়েছিলেন রাজ কুন্দ্রা।
পুনিতের দাবি, রাজ সরাসরি তাঁকে হটশট. কম-এ কাজের অফার দিয়েছিলেন। একা পুনিত নন, অফার ছিল তাঁর আরও দুই পরিচিতের কাছেও। যদিও কেউই রাজের অফারে সায় দেননি। বরং তাঁরা মনে করেছিলেন হয়তো রাজের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তাই এই ধরণের অদ্ভুত অফার পাচ্ছেন তাঁরা। এখন রাজের গ্রেফতারির পর পুরোটাই স্পষ্ট হয়ে গেছে পুনিতের কাছে।
রাজের ওপর রীতিমতো খেপে উঠেছেন পুনিত। তাঁর মতে রাজ হয়তো মিড লাইফ ক্রাইসিসে ভুগছেন তাই মডেল বা ইউটিউবারদের মাঝেমধ্যে পর্ন ছবিতে কাজ করার অফার দিয়ে থাকেন তিনি। তবে এতদিনে বেআইনি কাজের অপরাধে রাজ গ্রেফতার হওয়ায় শান্তি পেয়েছেন পুনিত।
পুনিতের পর আবারও কেউ রাজের বিরুদ্ধে মুখ খোলেন কিনা তাই এখন দেখার!