ওয়েব ডেস্ক:শরীরচর্চা করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন জনপ্রিয় পাঞ্জাবি সঙ্গীতশিল্পী গিল মানুকে(Punjabi Singer Gill Manuke)। জিমে(Gym) এক প্রশিক্ষককে(Trainer) পিস্তল তাক করে হুমকি (Brandishing Pistol)দেওয়ার অভিযোগে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার(Arrested )হয়েছেন তিনি। এই ঘটনায় তার ভাইকেও গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গায়কের এই তাণ্ডব।
আরও পড়ুন:লন্ডনে নৈশ ভোজ! টম ক্রুজের নতুন সম্পর্ক কার সঙ্গে!
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জিমে ঠিক কী ধরনের ব্যায়াম করবেন, তা নিয়ে প্রশিক্ষকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গিল মানুকে। তর্ক-বিতর্ক চরমে উঠলে বিরক্ত প্রশিক্ষক তাকে জিম থেকে বেরিয়ে যেতে বলেন। আর এতেই নাকি মাথা গরম করে ফেলেন গায়ক। অভিযোগ, সঙ্গে সঙ্গেই নিজের পিস্তল বের করে প্রশিক্ষককে ভয় দেখাতে শুরু করেন তিনি।
ঘটনার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় মোহালি থানার পুলিশ। মোহালি থানার ডিএসপি হরিসিমরত সিংহ গিলজানিয়েছেন, তাৎক্ষণিকভাবে গিল মানুকে এবং তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। গিলের কাছ থেকে একটি এ-৩২ বোর পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনের আওতায় সাহানা থানায় শিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও গায়কের দাবি, তার কাছে আগ্নেয়াস্ত্রের সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে। এই ঘটনায় পাঞ্জাবের সঙ্গীত মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
View this post on Instagram