ওয়েব ডেস্ক: ব্লকবাস্টার হিট ‘পুষ্পা: দ্য রাইজ়'(Pushpa: The Rise) ছবিতে তাঁর ভঁওয়র সিংহ শেখাওয়াত (SP Bhanwar Singh Shekhawat) চরিত্রটি দর্শকদের মন জয় করেছিল। এই চরিত্রে অভিনয় করেছিলেন ফাহাদ ফাসিল(Fahadh Faasil)। অল্লু অর্জুন(Allu Arjun) এবং রশ্মিকা মন্দানার(Rashmika Mandana) নজরকাড়া পারফরম্যান্সের মাঝেও ফাহাদ ফাসিলের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। প্রথম পর্বের পর থেকেই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই চরিত্রের প্রত্যাবর্তনের জন্য, যা পূরণও হয়েছে।
তবে শুধু ‘পুষ্পা’ নয়, ‘বরাথন’, ‘কুম্বলঙ্গি নাইট্স’, ‘সুপার ডিলাক্স’, ‘ট্রান্স’, ‘জোজি’, ‘মালিক’, ‘আবেশম’ এবং সাম্প্রতিক ‘বোগেনভিলিয়া’-এর মতো অসংখ্য দক্ষিণী ছবিতে অভিনয় করে ফাহাদ কুড়িয়েছেন ভূয়সী প্রশংসা। মালয়ালম চলচ্চিত্র জগতের অন্যতম সফল এই অভিনেতা নাকি এবার ট্যাক্সিচালক হতে চান! হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্পেনে গিয়ে ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করার স্বপ্ন দেখছেন ফাহাদ। ট্যাক্সিচালক হিসেবেই বাকি জীবন কাটাতে চান ‘পুষ্পা 2’র ফাহাদ। তারকা থেকে ট্যাক্সি চালক। জীবনের নতুন অধ্যায়ের স্বপ্ন দেখছেন ফাহাদ। দর্শকরা যখন তার ছবি নেয়ার কৌতুহল দেখাবে না তখনই ট্যাক্সি চালক হিসেবে নিজেকে দেখতে চান।
আরও পড়ুন:জীবনযুদ্ধে বিরল রোগকে হারিয়ে সুস্মিতা সেন ফিরলেন স্বাভাবিক জীবনে!
কেন এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত?
যেকোনো মানুষই জীবনের কোনো না কোনো অধ্যায়ে নিজেকে ভিন্নভাবে দেখতে চান, আর ফাহাদ ফাসিলও তার ব্যতিক্রম নন। অভিনেতা জানিয়েছেন, অভিনয় ছেড়ে দেওয়ার পর তিনি আর দেশে থাকবেন না। বরং স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ক্যাবচালক হিসেবে বাকি জীবনটা কাটিয়ে দিতে চান। এর পেছনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ কারণ।
ফাহাদের কথায়, “আসলে এটা শুধু গাড়ি চালানো নয়, এটা আপনি কী পছন্দ করেন, সেটাকে বেছে নেওয়া। আমার খুব ভালো লাগবে একজন মানুষকে তাঁর গন্তব্যে পৌঁছে দিতে পেরে। এমন একটা জিনিস প্রত্যক্ষ করতে পারাও বড় ব্যাপার।” তিনি আরও জানান যে এই পরিকল্পনার কথা তিনি তাঁর স্ত্রীকে জানিয়েছেন এবং তাঁর স্ত্রীও এতে বেশ খুশি। ফাহাদ বলেন, “আমি এভাবেই খুশি থাকতে চাই।”
‘ট্যাক্সি’ ছবির প্রভাব?
কয়েক বছর আগে ইরানি চিত্রপরিচালক(Iranian Film Director) জাফর পানাহি(Jafar Panahi)র ‘ট্যাক্সি'(Taxi) ছবিটি বেশ আলোচিত হয়েছিল। সেই ছবিতে বিভিন্ন মানুষকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া এবং তাঁদের জীবন ও কথোপকথনের চিত্র তুলে ধরা হয়েছিল। ফাহাদ কি তবে জীবনের অভিজ্ঞতার ঝুলি ভরাতে এবং মানুষের বিচিত্র জীবনযাপন প্রত্যক্ষ করতে এমন একটি পরিকল্পনা করেছেন? তাঁর এই সিদ্ধান্ত চলচ্চিত্র জগতে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনই তাঁর অনুরাগীদের মধ্যেও কৌতূহল বাড়িয়ে দিয়েছে। একজন সফল অভিনেতার এমন অভিনব পরিকল্পনা নিঃসন্দেহে চমকপ্রদ।
দেখুন অন্য খবর:
View this post on Instagram