ওটিটি দুনিয়ায় রেকর্ড করেছে কঙ্গনার রিয়ালিটি শো ‘লক আপ’। মাত্র ১৯দিনে ১০০মিলিয়ন ভিউ। এত বড় ধামাকা এর আগে কোন রিয়েলিটি শোতে দেখা যায়নি। নিঃসন্দেহে কঙ্গনার কেরিয়ারে এক নতুন মাইলস্টোন। শোয়ের সঞ্চালনা করতে গিয়ে ‘কন্ট্রোভার্সি কুইন’ বলেছেন, রতিক্রিয়ায় পারদর্শী পুনম পান্ডে পুরুষ ভোলানো কৌশল যথেষ্ট ভাল জানেন। সেই কৌশল কঙ্গনা পুনমের কাছ থেকে শিখতে চান। প্রসঙ্গত, এই শোয়ের প্রথম সিজনে ১৬ জন বিতর্কিত তারকাকে এনে রাখা হয়েছে। অর্থাৎ তাঁরা ‘লক আপ’ এ রয়েছেন। শোতে মাঝে মধ্যেই নানান ছলাকলার মাধ্যমে পুরুষদের মন ভোলানোর চেষ্টা করেন পুনম। জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’কে টেক্কা দিতেই নাকি নতুন এই রিয়ালিটি শো এনেছেন প্রযোজক একতা কাপুর। পুনম পান্ডের পুরুষ ফোলানো এই সমস্ত কলাকৌশল যে বলিউড অভিনেত্রী কঙ্গনা যথেষ্ট ভাল লেগেছে তা বোঝানোর জন্য তিনি ঢালাও প্রশংসা করেছেন পুনমের। শোয়ের সঞ্চালনা করতে গিয়ে তিনি পুনমকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। পুনম টাস্কের সময় যেভাবে পুরুষ প্রতিযোগীদের মন ভোলাতে ছলাকলার আশ্রয় নিয়েছেন, তা দেখে মুগ্ধ কঙ্গনা।
সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় পুনমকে তিনি ‘হট’ আখ্যা দিয়ে কঙ্গনা বলেছেন, তিনি যথেষ্ট উপভোগ করেছেন পুনামের এই পারফরম্যান্স।শোতে পুনম এক সময় বলেছিলেন,’পুরুষ ভোলানোর কৌশল হচ্ছে এক ধরনের আর্ট অর্থাৎ শিল্প’। সেই কথা স্মরণ করিয়ে কঙ্গনা বলেছিলেন,’প্রাচীন ভারতে নারীদের যে চৌষট্টি কলা শেখানো হতো তার মধ্যে পুরুষ ভোলানো কৌশল অন্যতম ছিল। প্রত্যেক নারীই এই কলা শিখতেন। আপনারও এইরকম একটা শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করা উচিত। যেখানে আমরা ভর্তি হব। আপনার কাছে আমরা শিখব।’ কঙ্গনার এই কথা শুনে হেসে ওঠেন পুনাম।