এই মুহুর্তে টিনসেল টাউনের অন্যতম সেলেব্রিটি কাপল ইন্ডিয়ান আইডল খ্যাত রাহুল বৈদ্য এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিশা পারমার। বিগ বসের বাড়িতে চুটিয়ে রোম্যান্স করার সময় থেকেই সোশ্যাল সাইটে জোর জল্পনা শুরু হয়েছে কবে বিয়ে করতে চলেছেন রাহুল-দিশা? সদ্যই প্রকাশ্যে এসেছে সেই খবর। শোনা যাচ্ছে আগামী ১৬জুলাই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই বিগ বস কাপল।
সংবাদমাধ্যমে খোলামেলা ইন্টারভিউতে এমনটাই নাকি জানিয়েছেন পাত্র রাহুল বৈদ্য। শুধুমাত্র তাঁর এবং দিশার পরিবার এবং খুব কাছের বন্ধুরাই উপস্থিত থাকবেন সেই বিয়ের অনুষ্ঠানে। তিনি আরও জানিয়েছেন,বিয়ে হবে বৈদিক নিয়ম মেনে, অনুষ্ঠানে গাওয়া হবে গুরুবাণীও।একদম সাধারণ ভাবে বিয়ের অনুষ্ঠান হোক,এমনটা চান পাত্রী দিশাও।