করোনায় যখন সিনেমার বক্স অফিসে গভীর প্রভাব পড়েছে, সেখানে নামকরা পরিচালক থেকে অভিনেতারা দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে ওটিটি মাধ্যমে। এই পরিস্থিতি অব্যাহত। এবং এই কারণেই নতুন নতুন জুটি থেকে নতুন গল্প আবিষ্কার করছেন দর্শকরা। এই প্রথম রাইমা সেন ও বিক্রম চট্টোপাধ্যায় জুটি করে আসছেন তাঁদের আগামী ওয়েব ফিল্ম ‘রক্তকরবী’ তে।
পরিচালক সায়ন্তন ঘোষাল আরও একটি থ্রিলার গল্প বলছেন এই ‘রক্তকরবী’র মাধ্যমে। এই সিরিজে রাইমা এবং বিক্রমের লুক ও চরিত্র একদম অন্যরকম। দর্শকদের কাছে এক অন্য লুকে আসতে চলেছেন রাইমা।রবিবার থেকে শুরু হল এই ওয়েব ছবির শ্যুটিংয়ের কাজ।
প্রসঙ্গত এই মুহূর্তে রাইমা ও বিক্রম হিন্দি ও বাংলা মিলিয়ে আলাদা প্রজেক্টে বেশ কিছু কাজের সঙ্গে যুক্ত।
ছবির গল্প নিয়ে বিশেষ কিছুই বলতে নারাজ পরিচালক থেকে কলাকুশলীরা। আশা করা হচ্ছে এই বছরের শেষেই জাতীয় স্তরের একটি ওয়েব মাধ্যমে মুক্তি পাবে ‘রক্তকরবী’। সায়ন্তন ঘোষাল মানেই এখন ক্রাইম থ্রিলার বা রোমাঞ্চকর গল্প। ‘রক্তকরবী’তে জুটি হিসেবে রাইমা ও বিক্রমকে দেখার আশায় নেটিজেনরা।