Thursday, August 14, 2025
Homeবিনোদনধর্মযুদ্ধ আসছে বড় পর্দায়

ধর্মযুদ্ধ আসছে বড় পর্দায়

Follow Us :

অপেক্ষার অবসান। অবশেষে পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তী জানালেন আগামী ২১ জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে ধর্মযুদ্ধ। করোনার জন্য প্রায় বছর দুই ধরে আটকেছিল এই ছবির মুক্তি। করোনার আগেই দিন ঘোষণার পরও মুক্তি পায়নি ছবি। কারণ লকডাউন হয়ে গিয়েছিল। তবে আগামী ২১জানুয়ারী এই ছবির মুক্তির দিন স্থির করা হয়েছে।

ধর্মযুদ্ধ মুলত একটি রাতের ঘটে যাওয়া এক  কাহিনি। সেই ঘটনা  বদলে দেয় একদল মানুষের পারস্পরিক সম্পর্ক।  

এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়,সোহম চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, পার্নো  মিত্র, স্বাতীলেখা সেনগুপ্ত প্রমুখ। প্রসঙ্গত করোনার সময়ে আকস্মিক ভাবেই বাংলা সিনেমা স্বাতীলেখা সেনগুপ্তকে হারিয়েছে। তবে তাঁর অভিনয় দর্শকদের কাছে পৌঁছে যাবে এই ছবির মাধ্যমে।

প্রত্যেকটি চরিত্রর লুক এই ছবিতে একদম অন্যরকম, যা ছবিটিতে অন্য মাত্রা যোগ করেছে।

RELATED ARTICLES

Most Popular