কিছুদিন আগেই বলিউডের তরুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বঙ্গ তনয়া অভিনেত্রী পত্রলেখা। কাজেই কারণেই বাংলার প্রতি অভিনেতার আকর্ষণ থাকাটা খুবই স্বাভাবিক। এছাড়াও বাংলা ছবিতে তার অভিনয় করার ইচ্ছেটা বেশ অনেকদিনের। সম্প্রতি শহরে এসেছিলেন রাজকুমার। একটি বিশেষ ব্যান্ডের ফ্যাশন তিনি অংশগ্রহণ করেছিলেন। সেখানেই তিনি জানান যে তিনি বাংলা ছবির ফ্যান। সুযোগ পেলেই তিনি বাংলা ছবি দেখেন।
আরো পড়ুন: Manushi Chhillar Relationship: ব্যবসায়ীর প্রেমে ‘মিস ওয়ার্ল্ড’
বাংলা ছবিতে কাজ করার ইচ্ছে তার অনেক দিনের। এমনকি একটি বাংলা ছবিতে তিনি কাজও করেছিলেন কিন্তু ছবিটির শুটিং মাঝপথে বন্ধ হয়ে যায়। তবে তিনি যদি আবার নতুন কোন বাংলা ছবিতে কাজ করতে আসেন সে ক্ষেত্রে তার পরিচালক পছন্দের একটা ব্যাপার রয়েছে। রাজকুমার রাও বলেন তার পছন্দের পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত। পরিচালকের ‘আসা যাওয়ার মাঝে’ ছবি দেখে যথেষ্ট ভালো লেগেছিল বলিউড নায়কের। রাজকুমারের কথায়,’আমার সঙ্গে যথেষ্ট পরিচয় রয়েছে আদিত্যর, আমি আজিত তোর ছবিতেই অভিনয় করতে চাই। সেটা আমি ওকে জানিয়েছি’।
প্রসঙ্গত, রাজকুমার,রাধিকা আপ্তে ও হুমা কুরেশি অভিনীত ‘মোনিকা ও মাই ডার্লিং’ ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর যথেষ্ট প্রশংসিত হয়েছে। প্রশংসা পেয়েছি রাজকুমারের অভিনয়।বলিউডে এখন নতুন এক্সপেরিমেন্টাল স্টোরি নিয়ে কাজ হচ্ছে। এই ধরনের ছবি হলে বলিউডে রাজকুমার রাওয়ের ডাক পড়তে বাধ্য। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ‘কুইন’ ,’নিউটন’,’গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘লুডো’, ‘আলিগড়’ এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতার যথেষ্ট প্রমাণ রেখেছেন।