বক্স অফিস মাত করা জনপ্রিয় ছবি ‘বাহুবলি'(Bahubali) মুক্তির পর থেকে ছবির নায়ক দক্ষিণী অভিনেতা প্রভাসের সর্বভারতীয় জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল। যদিও পরবর্তী কয়েকটি ছবিতে প্রভাস(Prabhas) তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। উদাহরণ হিসেবে বলা যায় ‘রাধে শ্যাম'(Radhe Shyam)। অন্যদিকে আর এক জনপ্রিয় দক্ষিনী ছবি ‘ট্রিপল আর'(Triple R) এর অভিনেতা চিরঞ্জীবী পুত্র রামচরণেরও(Ramcharan) এই ছবির পর সর্বভারতীয় জনপ্রিয়তা তৈরি হয়েছে। অভিনয় কেরিয়ারে রামচরণ ইতিমধ্যে বাবার নাম উজ্জ্বল করেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রভাস-রামচরণ দুজনেরই অনুরাগের সংখ্যা যথেষ্ট। এবার জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়(SocialMedia) ফ্যান ফলোয়ারদের সংখ্যায় ‘বাহুবলি’ নায়ক প্রভাসকে পিছনে ফেলে রামচরণ এগিয়ে গেছেন।
আরো পড়ুন:Kangana Ranaut Nati Binodini: ইন্দিরা গান্ধীর পর নটি বিনোদিনীর চরিত্রে..
প্রসঙ্গত, ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করেছিলেন প্রভাস ২০১৯ সালে। বর্তমানে সেখানে তাঁর অনুসারীর সংখ্যা ৮.৯ মিলিয়ন। অন্যদিকে ওই একই বছরে জুলাইয়ে আত্মপ্রকাশ করেছিলেন রামচরণ। এই মুহূর্তে রামচরনের অনুসারীর সংখ্যা ৯ মিলিয়ন। ভক্তরা আশা করছেন যে রামচরণ আরো অনেক রেকর্ড গড়বেন। রামচরণ অভিনীত আগামী ছবির নাম ‘কিসি কা ভাই কিসি কা জান'(Kisi Ka Bhai Kisi Ka Jaan)। বলিউড অভিনেতা সলমন খান(Salman Khan) অভিনীত এই ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে রামচরণকে। এছাড়াও রামচরনের হাতে রয়েছে ‘আর সি১৫'(R C 15) ছবির কাজ। এটি পরিচালনা করছেন শংকর।
অন্যদিকে প্রভাসের হাতে রয়েছে তিনটি ছবি। এর মধ্যে রামায়ণ অবলম্বনে ‘আদিপুরুষ'(Adipurush) ছবিটি বিশেষ উল্লেখযোগ্য। তিন ভাগে ছবিটি মুক্তি পাবে। এটি প্রযোজনা করেছে টি-সিরিজ। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে এই ছবির প্রথম অংশ।