অক্ষয় কুমারের ছবি মানেই বলিউড দর্শকদের অধীর অপেক্ষা। অক্ষয়ের আসন্ন ছবি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ও উন্মাদনার শেষ নেই। তেমনই অক্ষয়ে নিজেরও এই ছবি নিয়ে উত্তেজনা নিতান্ত কম নয়। হ্যাঁ তার অন্যতম প্রতীক্ষিত ছবি ‘রাম সেতু’; যা নিয়ে উত্তেজনার বাজার বেশ গরম। এই ছবির শুটিং পর্ব এখনো শেষ হয় নি। যেটুকু শুটিংয় হয়েছে তার রাশ দেখতে প্রযোজনা সংস্থার অফিসে দৌড়ে গেলেন ছবির অন্যতম তারকা অক্ষয়ের সঙ্গে জ্যাকলিন ও নুসরত ভারুচা। শুটিং পর্ব কেমন হয়েছে তা দেখার উত্তেজনা ছবির এই তিন প্রধান শিল্পী আর আটকে রাখতে পারলেন না। অক্ষয়ের পরনে ছিল ব্লু টি-শার্ট নীল রঙের ডেনিম জিন্স। ফ্লোরাল টপ এবং ব্রাউন প্যান্টের ছিলেন বলিউডের অন্যতম স্টাইলিশ অভিনেত্রী জ্যাকলিন। নুসরাত পড়েছিলেন একটি সাদা ক্রভ টপ জিন্স এবং একটি লাল ব্লেজার। কোভিদ পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য তিনজনের মুখেই ছিল মাস্ক।
প্রসঙ্গত অক্ষয় কুমার গতবছর দিওয়ালিতে সোশ্যাল মিডিয়ায় ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন। লিখেছিলেন,’এই দিওয়ালিতে আসুন আমরা ভারতীয়রা ‘রাম’ আদর্শকে রাখার চেষ্টা করি। একটি ব্রিজ নির্মাণ করে যা নবপ্রজন্মকে এই আদর্শের সঙ্গে যুক্ত করবে। এ কাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের বিনীত প্রচেষ্টা ‘রাম সেতু’। কয়েক সপ্তাহ আগে অক্ষয় জ্যাকলিন এবং নুসরাত অযোধ্যায় মহরতের পুজো শেষ হতে মুম্বাইয়ের ছবির শুটিং শুরু করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছবি অক্ষয় শেয়ার করেছেন।
উত্তেজনা আটকে রাখতে পারলেন না অক্ষয়-জ্যাকলিন
Follow Us :