Tuesday, August 5, 2025
Homeবিনোদনরনবীর-আলিয়া বিয়েতে দুশো বাউন্সার, ড্রোন দিয়ে নজরদারি

রনবীর-আলিয়া বিয়েতে দুশো বাউন্সার, ড্রোন দিয়ে নজরদারি

Follow Us :

খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রনবীর-আলিয়া। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। শোনা যাচ্ছে ৫০জন অতিথি নিয়েই ১৪ এপ্রিল সম্পন্ন হবে বিবাহ অনুষ্ঠান। দুই পরিবারের নিকট আত্মীয়রা এবং খুব কাছের বন্ধুরা আমন্ত্রিত থাকবেন এই বিয়ের অনুষ্ঠানে। রাজকীয় এই বিয়েতে নিরাপত্তা বেষ্টনী যথেষ্ট আটোসাঁটো করা হচ্ছে। যদিও কাপুর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে মুখে কুলুপ এঁটেছেন অনেকেই। বিয়ের তারিখ থেকে ভেন্য একাধিকবার রদবদল হয়ে চলেছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে ১৫ এপ্রিল তারা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। ইতিমধ্যেই এই হাইপ্রোফাইল বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। সাজগোজ থেকে শুরু করে বিয়ের মেনু সবকিছু নিয়েই চলছে বিস্তর চর্চা।লাখনৌ, দিল্লি থেকে শেফ আনা হচ্ছে। এছাড়া পাঞ্জাবি খাবারও থাকবে। দেশীয় পদের পাশাপাশি খাবারের তালিকায় বিদেশি পদও থাকবে। এখানেই শেষ নয়, আলিয়া ভাট যেহেতু নিরামিষভোজেী, তাই নিরামিষ পদের জন্য পৃথক ২৫টি কাউন্টার থাকবে।এ প্রসঙ্গে কাপুর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘খাদ্যরসিক হিসেবে কাপুর খানদানের পরিচিতি রয়েছে। ইতালীয়, মেক্সিকান, পাঞ্জাবি, আফগানি পদের ৫০টির বেশি কাউন্টার থাকছে। অতিথিদের আপ্যায়নে কোনো কমতি রাখবেন না রণবীর-আলিয়া। লাখনৌ থেকে আসা শেফরা কাবাব এবং বিরিয়ানি রান্না দায়িত্বে থাকবেন। এছাড়া দিল্লি থেকে স্পেশাল চাট তৈরির জন্য শেফরা আসছে।’

চেম্বুর কাপুর পরিবারের পৈত্রিক ঐতিহ্যবাহী আর কে বাংলাতেই বিয়ের আসর বসার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে রনবীরের বান্দ্রার বাস্তু সাত তলায় রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বলিউডে রানবীর কাপুর- আলিয়া ভাটের বিয়ে এখন ‘টক অফ দ্যা টাউন’। রাজকীয় এই বিয়েতে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করার পরিকল্পনা করা হয়েছে। প্রায় ২০০ বাউন্সার মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখার জন্য চারিদিকে ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হবে। সূত্রের খবর, ১৩ এপ্রিল থেকে রণবীর-আলিয়ার প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হবে। ঘনিষ্ঠ সূত্রের খবর দুপুর তিনটের মধ্যে রওনা দেবে আলিয়ার বারাত। তারপর সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান।

ইতিমধ্যেই রণবীরের বাড়ি সাজানোর ঝলক প্রকাশ্যে এসেছে। বিয়েতে বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জির লেহেঙ্গায় সাজবেন আলিয়া ভাট। অন্যদিকে রনবীর কাপুর সাজবেন মনীশ মালহোত্রা তৈরি পোশাকে। বিয়ের থিম রং রাখা হয়েছে প্যাস্টেল। ঘনিষ্ঠ সূত্র আরও জানায় কাপড় খান্দানের খানদানি সোনার হার বৌমা আলিয়ার গলায় পরিয়ে দেবেন নিতু সিং কাপুর। জেহার একদিন ঋষি কাপুরের মা কৃষ্ণা রাজ কাপুর পরিয়ে দিয়েছিলেন নিতুকে। বংশ-পরম্পরা মেনে সেই হার উঠবে এবার আলিয়ার গলায়। কাপুরদের পরিবারের ঐতিহ্য বজায় রেখেই হতে চলেছে এই বিয়ে। ১৭ এপ্রিল রিসেপশন হওয়ার কথা। ভেন্যু মুম্বইয়ের তাজমহল পালেস। রিসেপশনে যোগদানকারী অতিথি তালিকায় নামি তারকার সহ দম্পতির বিশেষ বন্ধুরা থাকছেন। এদের মধ্যে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ,মনীশ মালহোত্রা,করণ জোহর,সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নভি কাপুর,সিদ্ধার্থ রায় কাপুর, ক্যাটরিনা কাইফ,ঐশ্বর্য রাই বচ্চন,ইমতিয়াজ আলি,অয়ন মুখার্জির মতো সেলিব্রেটিরা থাকছেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | PM Modi | যদি তোমার সাহস থাকে বলো ট্রাম্প মিথ্যেবাদী, রাহুলের আ/ক্র/মণে বেসামাল মোদি
00:00
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
00:00
Video thumbnail
Amit Shah | Priyanka Gandhi | অমিত শাহ কী করে এখনও হোম মিনিস্টার? সংসদ উত্তাল প্রিয়াঙ্কা vs অমিত শাহ
00:00
Video thumbnail
Amit Malviya | 'BENGALI বলে কোনও ভাষা নেই' অমিত মালব্যর বক্তব্য ঘিরে তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের
00:00
Video thumbnail
Abhishek Banerjee | বিগ ব্রেকিং, সুদীপ নয় লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
00:00
Video thumbnail
Kalyan Banerjee | কলকাতা টিভিতে বি/স্ফো/রক কল্যাণ কী বললেন? দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Eco ইন্ডিয়া | জিও থার্মাল টেকনোলজির দ্বারা ভবিষ্যৎ পৃথিবী থেকে মুছতে চলেছে শক্তির চাহিদা, কীভাবে?
07:21
Video thumbnail
Mamata Banerjee | বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাগুচ্ছ কর্মসূচি
09:50
Video thumbnail
Anil Ambani | ED | অনিল আম্বানির বিরুদ্ধে লুকআউট নোটিশ, ইডির নজরে ৩৯ ব্যাঙ্ক
01:40:55
Video thumbnail
Rahul Gandhi | PM Modi | যদি তোমার সাহস থাকে বলো ট্রাম্প মিথ্যেবাদী, রাহুলের আ/ক্র/মণে বেসামাল মোদি
18:33

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39