ডিমেনশিয়ায় ভুগছেন জ্যেঠু রণধীর কাপুর,এমনটাই জানালেন অভিনেতা রণবীর কাপুর।বাবা ঋষি কাপুরের শেষ ছবি ‘শর্মাজি নমকিন’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেতা।বৃহস্পতিবারই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবি।‘শর্মাজি নমকিন’-এর প্রমোশনে এসে রণবীর জানালেন,ডিমেনশিয়ায় ভুগছেন রণধীর কাপুর।স্থান,কাল,পাত্র সবকিছুই নাকি ভুলে যাচ্ছেন তিনি।সদ্যই ‘শর্মাজি নমকিন’ দেখতে গিয়েছিলেন রণবীরের জ্যেঠু।ছবি দেখে দারুণ পছন্দ করেছেন তিনি।শো শেষে রণধীর নাকি রণবীরকে বলেছেন,’’ছবিতে চিন্টু খুব ভালো অভিনয় করেছে।কোথায় সে? এখনই ফোন করো বাবাকে।‘’ জ্যেঠু রণধীরের কথা শুনে হতবাক হয়ে যান অভিনেতা।কারণ দুই বছর আগে চলে গিয়েছেন ঋষি কাপুর।শেষকৃত্যে হাজির ছিলেন রণধীরও।খোঁজ নিয়ে রণবীর বুঝতে পারেন জ্যেঠু ডিমেনশিয়ায় ভুগছেন।অসুস্থতার প্রথম পর্যায়ে রয়েছেন তিনি।
রণবীর আরও জানিয়েছেন,’শর্মাজি নমকিন’ শুধু তাঁর কাছে নয়,পুরো পরিবারের কাছেই একটি স্পেশাল ফিল্ম।ছবিতে ঋষিজির অসম্পূর্ণ অভিনয় শেষ করার প্রচেষ্টা মাঠে নেমেছিলেন তিনি।প্রস্থেটিক মেকআপ দিয়ে পর্দার শর্মাজি হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করেছিলেন।কিন্তু কোনও মতেই সেটা পারফেক্ট হয়নি।যে কারণে শর্মাজির চরিত্রে পরেশ রাওয়ালকে বেছে নিয়েছেন পরিচালক হীতেশ ভাটিয়া।রণবীরের মতে, পরেশ রাওয়ালই সেই অভিনেতা যিনি শর্মাজির চরিত্রের মধ্যে ঋষি কাপুরের মতোই ইমোশন তৈরি করতে পেরেছেন।