কলকাতা : রবিবার শহরে আসছেন রণবীর কাপুর(Ranbir Kapoor)।প্রথমে শনিবার আসার কথা থাকলেও পরবর্তীকালে প্রযোজনা সংস্থা দিন পরিবর্তন করে শুধুমাত্র কলকাতার বিনোদন সাংবাদিকদের অনুরোধে। কারণ কলকাতার সাংবাদিকদের সেদিন নিজেদের একটি অনুষ্ঠান রয়েছে। নিজের ছবির মুক্তির আগে প্রচারে এলেও এবারের রণবীরের সফর একটু অন্যরকম হতে চলেছে। বলিপাড়ার খবর ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকে মহারাজের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে. ইতিমধ্যেই চুক্তি চূড়ান্ত হয়েছে সৌরভ এর সম্মতি নিয়ে।অল্প কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এই ছবির পরে প্রোডাকশনের কাজ। ফলে এবারের কলকাতা সফরে রণবীর একবার ঢু মারতে পারেন সৌরভের বাড়িতে এবং তার প্রিয় মাঠ ইডেন গার্ডেনসে।
Html code here! Replace this with any non empty text and that's it.